shono
Advertisement

ধন-সম্পত্তির ভবিষ্যৎ নিয়ে চিন্তিত? হাজির মুশকিল আসান লক্ষ্মী

ধন-সম্পদের হিসাবনিকেশের গুরুভার লাঘব করতে রোবট তৈরির হিড়িক এখন গোটা দেশে৷
Posted: 08:13 PM Nov 11, 2016Updated: 02:43 PM Nov 11, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিলের সিদ্ধান্তে যখন মাথায় হাত দেশবাসীর, পুরনো টাকা নিয়ে কী করবেন ভেবে কুল কিনারা পাচ্ছেন না৷ সঞ্চিত ধন-সম্পত্তিরও কী হবে ভেবে হয়রান হচ্ছেন মানুষ৷ এমন সময় যদি হাতের কাছে লক্ষীমন্ত যান্ত্রিক মুশকিল আসান পাওয়া যায় তবে কেমন হয়? ধরুন, এমন জিনিস যা নিমেষে সমাধান করে দেবে আপনার ধন-সম্পত্তি সংক্রান্ত সমস্ত সমস্যা৷ সহজ করে দেবে আপনার ব্যাঙ্কিং লেনদেনের জাবেদা-খতিয়ান৷

Advertisement

বৃহস্পতিবার চেন্নাইয়ের কুম্বাকোনম শহরের ইউনিয়ন ব্যাঙ্ক এমনই ভারতের প্রথম ব্যাঙ্কিং রোবট নিয়ে এল৷ উন্নত প্রযুক্তির এই বিশেষ ক্ষমতাসম্পন্ন রোবট হল দেশের প্রথম অনসাইট ব্যাঙ্ক হেল্পার৷

এই রোবটকে প্রায় ৬ মাস সময় ধরে তৈরি করেছেন কোয়েম্বাটুরের বিষ্ণু ইঞ্জিনিয়ারিং এর কর্মী বিজয় ভি সাহ৷ এই রোবটের ডিসপ্লে স্ক্রিনে ফুটে উঠবে অর্থ সংক্রান্ত যাবতীয় তথ্য৷ স্রষ্টা শখ করে তার নাম দিয়েছেন লক্ষ্মী৷ এই রোবট গুণে লক্ষ্মী বলা যায়৷

কী কী তথ্যাবলী সম্পর্কে ধারণা পাওয়া যাবে এই রোবটের কাছ থেকে? উত্তরে বিজয় ভি সাহ জানান, ১২৫টি-রও বেশি ব্যাঙ্কিং প্রশ্নের উত্তর দিতে সক্ষম লক্ষ্মী৷ যেকোনও ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যালান্স থেকে শুরু করে ঋণের সুদের হার, তার মেয়াদ, ফিক্সড ডিপোজিট সংক্রান্ত তথ্য সবকিছুরই উত্তর মিলবে এই রোবটের কাছে৷ তবে ব্যক্তিগত ব্যাঙ্কিং তথ্যের ব্যাপারে উত্তর দিতে পারবে না লক্ষ্মী৷ তার পরিবর্তে নিজের স্ক্রিনে জানিয়ে দেবে ব্যক্তিগত যাবতীয় তথ্য৷

ধন-সম্পদের হিসাবনিকেশের গুরুভার লাঘব করতে রোবট তৈরির হিড়িক পৌঁছে গিয়েছে দেশের নানা জায়গাতেও৷ দেশের অন্যতম বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক এইচডিএফসির ইনোভেসন ল্যাবেও এমন ধরনের রোবট তৈরির কাজ শুরু হয়েছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement