shono
Advertisement

‘পুরস্কার নয়, যোগ্যতাতেই এনএসজিতে ঢুকবে ভারত’

বিদেশমন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ জানিয়ে দিলেন, কোনও পুরস্কার নয়৷ যোগ্যতাতেই এই ক্লাবে প্রবেশ করবে ভারত৷ The post ‘পুরস্কার নয়, যোগ্যতাতেই এনএসজিতে ঢুকবে ভারত’ appeared first on Sangbad Pratidin.
Posted: 11:25 PM Jan 19, 2017Updated: 05:58 PM Jan 19, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এলিট পরমাণু ক্লাবে ঢোকার ক্ষেত্রে ভারতকে যেন কোনও বাড়তি সুবিধা না দেওয়া হয়৷ ওবামা যেন বিদায়ী পুরস্কার হিসেবে ভারতকে এই ছাড়পত্র না দেয়৷ এই হুঁশিয়ারিই দিয়েছিল চিন৷ এবার তার পাল্টা জবাব এল ভারতের পক্ষ থেকে৷ বিদেশমন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ জানিয়ে দিলেন, কোনও পুরস্কার নয়৷ যোগ্যতাতেই এই ক্লাবে প্রবেশ করবে ভারত৷

Advertisement

(চিনা বাধার প্রাচীর সরিয়ে ভারতকে এনএসজি-তে ঢোকাবেন ট্রাম্পই)

ওবামা প্রশাসনের পূর্ণ সমর্থন সত্ত্বেও এলিট পরমাণু ক্লাবে প্রবেশ করতে পারেনি৷ বাধা হয়ে দাঁড়িয়েছিল পাকিস্তান৷ পাক দাবিকে সমর্থন জানিয়েছিল চিন৷ মার্কিন রাজনীতিতে পালাবদল হলেও যাতে পরিস্থিতি না বদলায় সে ব্যাপারে সরব হয়েছিল চিন৷ কিন্তু ট্রাম্প প্রশাসনও বিরক্ত চিনের আগ্রাসন নিয়ে৷ মার্কিন মুলুকের বিদায়ী রাষ্ট্রদূতের কথাতেই ছিল সেই ইঙ্গিত৷ তিনি জানিয়ে দিয়েছিলেন, ভারতকে এনএসজি-তে ঢোকানোর ক্ষেত্রে সদর্থক ভূমিকাই নেবে ট্রাম্প প্রশাসন৷ এই ইঙ্গিত মেলার পরই কৌশলে চিনকে বেঁধেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ চিনের আগ্রাসন যে এশিয়া-পেসিফিক অঞ্চলের নিরাপত্তা ক্ষেত্রে বড় সমস্যা, নাম না করেই তিনি তা বুঝিয়ে দেন৷ বার্তা দেন ঔদ্ধত্যে লাগাম টেনে সার্বভৌমত্ব রক্ষা টানার৷ এবার সে কথাই শোনা গেল বিদেশমন্ত্রকের মুখপাত্রের মুখে৷ তিনি জানালেন কোনও পুরস্কার নয়৷ পরমাণু শক্তির সামরিক প্রয়োগ যাতে না হয় সে ব্যাপারে সচেতন ভারত৷ এবং এক্ষেত্রে ভারতের অবস্থান এতটাই স্বচ্ছ যে এলিট পরমাণু ক্লাবে প্রবেশের ক্ষেত্রে কোনও বাধা থাকার কথা নয়৷ এমনটাই মত বিকাশ স্বরূপের৷ ট্রাম্প প্রশাসনের আমলে এনএসজি-তে ঢোকার পথ যে ভারতের ক্ষেত্রে ক্রমশ উজ্জ্বল হচ্ছে সে ইঙ্গিতই মিলছে৷

(এনএসজি-তে ভারতের অন্তর্ভুক্তি নিয়ে আলোচনায় বসবে চিন)

 

The post ‘পুরস্কার নয়, যোগ্যতাতেই এনএসজিতে ঢুকবে ভারত’ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement