সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এলিট পরমাণু ক্লাবে ঢোকার ক্ষেত্রে ভারতকে যেন কোনও বাড়তি সুবিধা না দেওয়া হয়৷ ওবামা যেন বিদায়ী পুরস্কার হিসেবে ভারতকে এই ছাড়পত্র না দেয়৷ এই হুঁশিয়ারিই দিয়েছিল চিন৷ এবার তার পাল্টা জবাব এল ভারতের পক্ষ থেকে৷ বিদেশমন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ জানিয়ে দিলেন, কোনও পুরস্কার নয়৷ যোগ্যতাতেই এই ক্লাবে প্রবেশ করবে ভারত৷
(চিনা বাধার প্রাচীর সরিয়ে ভারতকে এনএসজি-তে ঢোকাবেন ট্রাম্পই)
ওবামা প্রশাসনের পূর্ণ সমর্থন সত্ত্বেও এলিট পরমাণু ক্লাবে প্রবেশ করতে পারেনি৷ বাধা হয়ে দাঁড়িয়েছিল পাকিস্তান৷ পাক দাবিকে সমর্থন জানিয়েছিল চিন৷ মার্কিন রাজনীতিতে পালাবদল হলেও যাতে পরিস্থিতি না বদলায় সে ব্যাপারে সরব হয়েছিল চিন৷ কিন্তু ট্রাম্প প্রশাসনও বিরক্ত চিনের আগ্রাসন নিয়ে৷ মার্কিন মুলুকের বিদায়ী রাষ্ট্রদূতের কথাতেই ছিল সেই ইঙ্গিত৷ তিনি জানিয়ে দিয়েছিলেন, ভারতকে এনএসজি-তে ঢোকানোর ক্ষেত্রে সদর্থক ভূমিকাই নেবে ট্রাম্প প্রশাসন৷ এই ইঙ্গিত মেলার পরই কৌশলে চিনকে বেঁধেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ চিনের আগ্রাসন যে এশিয়া-পেসিফিক অঞ্চলের নিরাপত্তা ক্ষেত্রে বড় সমস্যা, নাম না করেই তিনি তা বুঝিয়ে দেন৷ বার্তা দেন ঔদ্ধত্যে লাগাম টেনে সার্বভৌমত্ব রক্ষা টানার৷ এবার সে কথাই শোনা গেল বিদেশমন্ত্রকের মুখপাত্রের মুখে৷ তিনি জানালেন কোনও পুরস্কার নয়৷ পরমাণু শক্তির সামরিক প্রয়োগ যাতে না হয় সে ব্যাপারে সচেতন ভারত৷ এবং এক্ষেত্রে ভারতের অবস্থান এতটাই স্বচ্ছ যে এলিট পরমাণু ক্লাবে প্রবেশের ক্ষেত্রে কোনও বাধা থাকার কথা নয়৷ এমনটাই মত বিকাশ স্বরূপের৷ ট্রাম্প প্রশাসনের আমলে এনএসজি-তে ঢোকার পথ যে ভারতের ক্ষেত্রে ক্রমশ উজ্জ্বল হচ্ছে সে ইঙ্গিতই মিলছে৷
(এনএসজি-তে ভারতের অন্তর্ভুক্তি নিয়ে আলোচনায় বসবে চিন)
The post ‘পুরস্কার নয়, যোগ্যতাতেই এনএসজিতে ঢুকবে ভারত’ appeared first on Sangbad Pratidin.