shono
Advertisement

ট্রাম্পকে পিছনে ফেলে ইনস্টাগ্রামে জনপ্রিয়তম নেতা মোদি

তাঁর ফলোয়ার্সের সংখ্যা জানলে চমকে উঠবেন!
Posted: 04:02 PM Apr 13, 2017Updated: 07:23 PM Oct 09, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশ্যাল মিডিয়া অ্যাপ ইনস্টাগ্রামে বিশ্বের তাবড় তাবড় সব নেতাকে পিছনে ফেলে জনপ্রিয়তম দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সম্প্রতি বার্সন-মারস্টেলার সংস্থার এক সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে৷ ওই তালিকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রয়েছেন দ্বিতীয় স্থানে৷

Advertisement

এখনও পর্যন্ত ইনস্টাগ্রামে মাত্র ১০১টি পোস্ট করেছেন প্রধানমন্ত্রী৷ তবু বিশ্বের সমস্ত নেতাকে জনপ্রিয়তায় পিছনে ফেলে প্রধানমন্ত্রীর ফলোয়ার্সের সংখ্যা প্রায় ৭ মিলিয়ন৷ পাবলিক রিলেশন ফার্ম বার্সন-মারস্টেলারের সমীক্ষা বলছে, গত এক বছরে তাঁর প্রতিটি পোস্টে গড়ে ২,২৩,০০০ টি করে কমেন্ট ও রি-অ্যাকশন পড়ে৷ জনপ্রিয়তার নিরিখে দ্বিতীয় স্থানে থাকা ট্রাম্পের ফলোয়ার্স ৬.৪ মিলিয়ন৷ ৩.৭ মিলিয়ন ফলোয়ার্স নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন পোপ ফ্রান্সিস৷ তালিকায় জায়গা পেয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান৷

ট্রাম্প কিন্তু ইনস্টাগ্রামে প্রায় ১৬৮৭টি পোস্ট করেছেন৷ কিন্তু তবু মোদির চেয়ে তাঁর পোস্টে ‘এনগেজমেন্ট’ কম৷  এই একই সংস্থা গত ফেব্রুয়ারি মাসে জানিয়েছিল, বিশ্বনেতাদের মধ্যে মোদিকেই সবচেয়ে বেশি মানুষ ফেসবুকে ‘ফলো’ করেন৷ সংস্থার এক সমীক্ষার নাম দেওয়া হয় ‘ওয়ার্ল্ড লিডার অন ইনস্টাগ্রাম’৷ ফেসবুকের একটি টুল, CrowdTangle ব্যবহার করে এই সিদ্ধান্তে এসে পৌঁছেছে সংস্থাটি৷ ২০১৬-য় ইনস্টাগ্রামে বারাক ওবামা ছিলেন জনপ্রিয়তম বিশ্বনেতা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement