সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তীরে এসে ফের ডুবল তরী। ফাইনালে পৌঁছেও জয় অধরাই থেকে গেল পি ভি সিন্ধুর। ইন্দোনেশিয়া ওপেনে জাপানের আকানে ইয়ামাগুচির কাছে স্ট্রেট গেমে পরাস্ত হয়ে রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হল হায়দরাবাদি শাটলারকে।
চলতি মরশুমে কোনও ট্রফির মুখ দেখেননি সিন্ধু। তাই ইন্দোনেশিয়া ওপেনের ফাইনালে ওঠার পর থেকে তাঁর ট্রফি জয়ের আশায় বুক বেঁধেছিলেন ভক্তরা। পরিসংখ্যান অনুযায়ীও, টুর্নামেন্টের চতুর্থ বাছাইয়ের বিরুদ্ধে বেশিবার জিতেছেন সিন্ধু। ১৪ বারের সাক্ষাতে দশবারই জয়ী তিনি। কিন্তু রবিবার ফাইনালের কোর্টে নয়া ইতিহাস রচনা করলেন জাপানি তারকা। আর সেই জাপানি বোমাতেই স্বপ্নভঙ্গ হল রিও অলিম্পিকে রুপোজয়ী শাটলারের। এদিন শুরু থেকেই সিন্ধুকে চাপে ফেলে দিয়েছিলেন ইয়ামাগুচি। ফলে জিততে বিশেষ পরিশ্রম করতে হয়নি তাঁকে। জাপানি ব্যাডমিন্টন তারকার পক্ষে ম্যাচের ফল ২১-১৫, ২১-১৬। খেলার শুরুতেই পরপর তিন পয়েন্ট পকেটে পোরেন ইয়ামাগুচি। তবে মিড-ব্রেকের পর ঘুরে দাঁড়ান সিন্ধু। ১১-৮ ব্যবধানে এগিয়ে যান তিনি। কিন্তু তারপরই ন’পয়েন্ট তুলে নিয়ে সিন্ধুকে পিছনে ফেলে দেন জাপানি শাটলার। দ্বিতীয় গেমে একবারও প্রতিপক্ষকে টপকে যেতে পারেননি সিন্ধু।
[আরও পড়ুন: জল্পনা উড়িয়ে ক্যারিবিয়ান সফরে অধিনায়ক কোহলিই, দলে একঝাঁক তরুণ]
চলতি মরশুমে এই প্রথম কোনও টুর্নামেন্টের ফাইনালে পৌঁছেছিলেন সিন্ধু। এর আগে মার্চে ইন্ডিয়া ওপেন এবং এপ্রিলে সিঙ্গাপুর ওপেনের সেমিফাইনালেই শেষ হয়েছিল তাঁর অভিযান। তাই ইন্দোনেশিয়া ওপেনেই ট্রফি খরা কাটাতে চেয়েছিলেন। প্রথম গেমে সিন্ধু লড়লেও দ্বিতীয় গেমটি রীতিমতো একপেশেভাবেই জিতে নেন প্রতিপক্ষ। মাত্র ৫২ মিনিটেই শেষ ফাইনালের লড়াই। চলতি মাসে জাপান ওপেন এবং আগস্টে থাইল্যান্ড ওপেনের কোর্টে নামবেন সিন্ধু। তবে এদিন নিজের পারফরম্যান্সে বেশ হতাশ ভারতীয় তারকা শাটলার।
[আরও পড়ুন: অনুমতি ছাড়া বিশ্বকাপে স্ত্রীকে সঙ্গে রাখার অভিযোগ, বিতর্কে টিম ইন্ডিয়ার তারকা]
The post ফাইনালে জাপানি বোমায় স্বপ্নভঙ্গ, ইন্দোনেশিয়া ওপেনে হার সিন্ধুর appeared first on Sangbad Pratidin.