shono
Advertisement

১৫ বছর ধরে গুহায় যৌনদাসীর জীবন, মুক্ত হয়ে পুনর্জন্ম মহিলার

গ্রেপ্তার এক ওঝা। The post ১৫ বছর ধরে গুহায় যৌনদাসীর জীবন, মুক্ত হয়ে পুনর্জন্ম মহিলার appeared first on Sangbad Pratidin.
Posted: 04:04 PM Aug 09, 2018Updated: 04:34 PM Aug 09, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তেরো বছর বয়সে শেষবারের মতো গাছপালা, প্রকৃতির শোভা দেখার সুযোগ পেয়েছিলেন তিনি৷ বলা ভাল, প্রাণ ভরে নিঃশ্বাস নিয়েছিলেন৷ তারপর থেকে পনেরো বছর কাটল ভয়ে ভয়ে৷ গুহার ভিতর পাশবিক শারীরিক ও মানসিক অত্যাচার সহ্য করেছেন তিনি৷ প্রায় পনেরো বছর পর গুহা থেকে মুক্তি পেয়ে এ ভাষাতেই নিজের জীবনের যন্ত্রণাময় অধ্যায়ের কথা জানালেন ইন্দোনেশিয়ার এক মহিলা৷

Advertisement

[বাড়ির দরজায় যুবকের হস্তমৈথুন, নিষেধ না মানায় কী করলেন বৃদ্ধা?]

ইন্দোনেশিয়ায় বাবা-মায়ের সঙ্গেই থাকতেন ওই মহিলা৷ তেরো বছর বয়সে শারীরিক অসুস্থতা দেখা দেয় তাঁর৷ চিকিৎসার জন্য ওই মহিলাকে গ্রামেই এক ওঝার কাছে নিয়ে যান তাঁর বাবা-মা৷ ওই ওঝা জানায় কাজের জন্য ওই কিশোরীকে জাকার্তায় নিয়ে যেতে হবে৷ সেকথা শুনে ওঝার কাছে নিজের মেয়েকে রেখে বাড়ি ফিরে যান কিশোরীর বাবা-মা৷ মহিলার দাবি, কালো জাদুর অজুহাত দিয়ে ওঝা তাকে একটি গুহায় বন্দি করে রাখে৷ সেখানেই রোজ তাকে ধর্ষণ করে সে৷ বহুবার সন্তানসম্ভবাও হয়ে পড়েন কিশোরী৷ গর্ভপাতও করানো হয় তাঁর৷ এভাবেই একে একে পনেরো বছর কেটে যায়৷

[খারাপ আবহাওয়ার জের, মানস সরোবরের পথে নেপালে আটকে বহু যাত্রী]

স্থানীয় এক সংবাদমাধ্যমে গুহাবন্দি ওই মহিলার খবর প্রকাশিত হয়৷ সেই খবর নজরে আসে পুলিশের৷ খোঁজখবর নিয়ে পুলিশ অভিযুক্ত ওঝার বাড়ির কাছের ওই গুহাতে যায়৷ বর্তমানে আঠাশ বছর বয়স মহিলার৷ রবিবার বন্দিনীকে উদ্ধার করে পুলিশ৷ ওই মহিলার অভিযোগের ভিত্তিতে ওঝাকেও গ্রেপ্তার করেছে পুলিশ৷ কিশোরীকে গুহায় আটকে রেখে ধর্ষণের অভিযোগে মামলা রুজু হয়েছে৷ প্রায় পনেরো বছর জেলও হতে পারে অভিযুক্তের৷ পুলিশের দাবি, এক চিকিৎসকের মাধ্যমে বন্দিনীর গর্ভপাতও করানো হত৷ সেই চিকিৎসকই ওঝার বোনের স্বামী৷ এই ঘটনায় ওঝার সঙ্গে তার বোনের কোনও যোগসাজশ রয়েছে কীনা, তাও খতিয়ে দেখা হচ্ছে৷ ইন্দোনেশিয়ায় মহিলা কমিশনের দাবি, এই ঘটনার সঙ্গে একা ওঝা জড়িত থাকতে পারে না৷ তার সঙ্গে আরও কেউ অবশ্যই জড়িত রয়েছে৷ তা ভাল করে তদন্ত করে দেখা প্রয়োজন৷     

[প্রকাশ্যে কচিকাঁচাদের সামনে মাঠেই সঙ্গমে লিপ্ত যুগল, তারপর…]

পনেরো বছর পর গুহা থেকে বেরিয়ে পুনর্জন্ম লাভ করেছেন ওই মহিলা৷ তবে এখনও আতঙ্ক গ্রাস করেছে তাঁকে৷ কোনওভাবেই সেই আতঙ্ক কাটিয়ে উঠতে পারছেন না তিনি৷

[কানসাসে ভারতীয় ইঞ্জিনিয়ার খুনে যাবজ্জীবন সাজার নির্দেশ মার্কিন আদালতের]

The post ১৫ বছর ধরে গুহায় যৌনদাসীর জীবন, মুক্ত হয়ে পুনর্জন্ম মহিলার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার