সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্ষুদ্র ও মাঝারি শিল্পদপ্তরে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার পদে নিয়োগ করবে রাজ্য সরকার৷ //www.pscwbapplication.in এই ওয়েবসাইটের মাধ্যমে ইচ্ছুক প্রার্থীরা ওই শূন্যপদে আবেদন করতে পারেন৷ আবেদনের শেষ দিন আগামী ৩ জুন৷ তারপর এই ওয়েবসাইটে জমা কোনও আবেদনই আর গ্রাহ্য হবে না৷
[ আরও পড়ুন: মাধ্যমিক পাশ হলেই মিলতে পারে সরকারি চাকরি, কীভাবে জানেন?]
শিক্ষাগত যোগ্যতা:
১. যেকোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমার ডিগ্রি থাকলে এই শূন্যপদে আবেদন করা যাবে৷
২. আবেদনকারীর অবশ্যই বাংলা ভাষায় দখল থাকা আবশ্যক৷ এই ভাষায় লিখতে, পড়তে এবং কথা বলতে না পারলে আবেদন গ্রাহ্য হবে না৷
[ আরও পড়ুন: HAL-এ প্রচুর নিয়োগ, জেনে নিন আবেদনের পদ্ধতি]
আবেদনকারীর বয়স:
১ জানুয়ারি, ২০১৯ তারিখ অনুযায়ী সর্বোচ্চ ৩৯ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারবেন৷ সরকারি নিয়মানুযায়ী তফসিলি জাতি এবং উপজাতি প্রার্থী ৫ বছর এবং অনগ্রসর শ্রেণির প্রার্থীরা সর্বোচ্চ ৩ বছর পর্যন্ত বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন৷
[ আরও পড়ুন: বিএসএফের হেড কনস্টেবল পদে প্রচুর নিয়োগ, জেনে নিন আবেদনের পদ্ধতি]
আবেদনের পদ্ধতি:
আগামী ৩ জুনের মধ্যে //www.pscwbapplication.in এই ওয়েবসাইটের মাধ্যমে আগ্রহীদের আবেদন করতে হবে৷ আবেদনের পর নেট ব্যাংকিং অথবা ব্যাংকে গিয়ে ফি হিসাবে ১৬০ টাকা জমা দিতে হবে৷ অফিসিয়াল ওয়েবসাইট থেকে চালান সংগ্রহ করতে হবে৷ মনে রাখবেন, ওই চালানই কিন্তু আপনার আবেদনের একমাত্র প্রমাণপত্র৷
[ আরও পড়ুন: আপনি কি মাধ্যমিক পাশ? সেনাবাহিনীতে চাকরির আবেদন করতেই পারেন]
বেতন:
৩৯০০ টাকা গ্রেড পে-র ভিত্তিতে এই পদে নিযুক্তরা ৭ হাজার ১০০ টাকা থেকে সর্বোচ্চ ৩৭ হাজার ৬০০ টাকা বেতন পাবেন৷
The post রাজ্য সরকারের ক্ষুদ্র ও মাঝারি শিল্পদপ্তরে নিয়োগ, জেনে নিন আবেদনের পদ্ধতি appeared first on Sangbad Pratidin.