shono
Advertisement

মার্কিন মুলুকে শিশুপাচার, মুম্বই থেকে গ্রেপ্তার ৫ পাচারকারী

পাচারকারীদের মধ্যে রয়েছে এক পুলিশ আধিকারিকের ছেলেও৷ The post মার্কিন মুলুকে শিশুপাচার, মুম্বই থেকে গ্রেপ্তার ৫ পাচারকারী appeared first on Sangbad Pratidin.
Posted: 11:31 AM Aug 16, 2018Updated: 12:01 PM Aug 16, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিশু পাচারচক্রের পর্দাফাঁস হল মুম্বইতে৷ এক পাণ্ডা-সহ চার আন্তর্জাতিক শিশু পাচারকারীকে গ্রেপ্তার করল পুলিশ৷ ধৃতেরা হল রাজুভাই গামলেওয়ালা, আমির খান, তাজউদ্দিন খান, আফজল শেখ ও রিজওয়ান চোটানি৷ ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৪ ও ৩৭৩ নম্বর ধারায় মামলা রুজু করা হয়েছে৷  

Advertisement

[চিকিৎসায় সাড়া দিচ্ছেন না বাজপেয়ী, দিল্লি যাচ্ছেন মমতা]

মার্চেই পুলিশের জালে ধরা পড়ে এক শিশু পাচারকারী৷ তাকে জেরা করেই সামনে আসে আমির, তাজউদ্দিন, আফজল ও রিজওয়ানের নাম৷ শুরু হয় তাদের খোঁজে তল্লাশি৷ তল্লাশি চালিয়ে বৃহস্পতিবার চারজনকে গ্রেপ্তার করা হয়৷ ধৃতদের জেরা করে পুলিশ জানতে পারে আমেরিকার এক শিশু পাচারকারীর সঙ্গে যোগসূত্র রয়েছে ওই পাঁচজনের৷ তারই নির্দেশে গুজরাটের ১১-১২ বছর বয়সী কিশোর-কিশোরীদের টার্গেট করত অভিযুক্তরা৷ তবে তাদের টার্গেট থেকে বাদ যায়নি শিশুরাও৷ গরিব পরিবারের অভিভাবকদের সঙ্গে কথা বলত ধৃতরা৷ সামান্য টাকার বিনিময়ে অনেকেই ওই চারজনের কাছে সন্তান বিক্রি করেছে৷ ঘটনার তদন্তে উঠে এসেছে এক বিউটি পার্লারের যোগসূত্র৷ তদন্তকারীরা জানতে পেরেছে, গরীব পরিবার থেকে নিয়ে আসা কিশোর-কিশোরীদের ওই পার্লারে নিয়ে আসা হত৷ সেখানেই ধোপদুরস্ত করা হত তাদের৷ পাসপোর্টের ব্যবস্থাও করত পাচারকারীরা৷ এরপর ওই শিশু, কিশোর-কিশোরীদের পাঠিয়ে দেওয়া হত মার্কিন মুলুকে৷ সেখানে গিয়ে পাচারকারী চক্রের মূল চাঁইয়ের হাতে তুলে দেওয়া হত শিশু-কিশোর ও কিশোরীদের৷ তদন্তকারীদের আরও দাবি, দীর্ঘ কয়েকবছর ধরে পাচারের সঙ্গে যুক্ত রয়েছে এই চারজন৷ একেকটি শিশু, কিশোর ও কিশোরীকে পাচার করে প্রায় ৪৫ লক্ষ টাকা পর্যন্ত হাতিয়ে নিয়েছে ওই পাচারকারীরা৷ ধৃতদের মোবাইল থেকে একটি নম্বর পেয়েছেন তদন্তকারীরা৷ ওই নম্বরটির টাওয়ার লোকেশন ট্র্যাক করা হচ্ছে৷

[গোহত্যার প্রতিবাদ, উত্তরপ্রদেশের মন্দিরে কুপিয়ে খুন দুই সাধুকে]

প্রাথমিক তদন্তে পুলিশের দাবি, ধৃত আমির খান এক পুলিশ আধিকারিকের ছেলে৷ পাচারের সময় সে কোনও প্রভাব খাটানোর চেষ্টা করেছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ৷ এই পাচারচক্রের সঙ্গে আর কারা জড়িত, সে খোঁজে চলছে তদন্ত৷ আপাতত নিজেদের হেফাজতে নিয়ে ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ৷

[লাগাতার বৃষ্টিতে কেরলে জারি হাই অ্যালার্ট, বন্ধ বিমানবন্দর]

The post মার্কিন মুলুকে শিশুপাচার, মুম্বই থেকে গ্রেপ্তার ৫ পাচারকারী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement