সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জনপ্রিয় অ্যাকোয়া সিরিজের আরেকটি নতুন স্মার্টফোন বাজারে আনল ভারতীয় সংস্থা ইনটেক্স৷ আত্মপ্রকাশ করল তাদের 4G VoLTE সাপোর্টেড হ্যান্ডসেট Intex Aqua E4৷ ই-কমার্স সাইট শপক্লুজ-এ হ্যান্ডসেটটি মিলছে মাত্র ৩,৩৩৩ টাকায়৷
Intex Aqua E4-এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর কানেক্টিভি৷ সাড়ে তিন হাজারেরও কমে 4G VoLTE সাপোর্টেড হ্যান্ডসেটের খুব বেশি অপশন এই মুহূর্তে দেশের বাজারে নেই৷ রয়েছে ইনবিল্ট এমার্জেন্সি এসওএস ফিচার৷ পথেঘাটে কোনও বিপদে পড়লে ফোনের ভলিউমের বোতামটি তিন সেকেন্ড টিপে ধরে রাখলেই আপনার ‘প্রি-সিলেক্টেড কন্ট্যাক্টস’-এর কাছে পৌঁছে যাবে জরুরি বার্তা৷
নতুন হ্যান্ডসেটে মিলবে অ্যান্ড্রয়েড মার্শমেলো আপডেট, কোয়াড কোর প্রসেসরের সঙ্গে পেয়ার্ড ১ জিবি র্যাম৷ ইন্টারনাল মেমোরির ৮ জিবি৷ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে এক্সপ্যান্ডেবল ৩২ জিবি পর্যন্ত৷ তবে এই ফোনের ডিসপ্লে একটু ছোটই, মাত্র ৪ ইঞ্চি৷ রেজোলিউশনও আহামরি নয়৷ রিয়ার ক্যামেরা ২ মেগাপিক্সেল, রয়েছে ডুয়াল এলইডি ফ্ল্যাশ৷ ফ্রন্ট ক্যামেরায় রয়েছে বিউটি মোড৷ ১৮০০ এমএইএইচ ব্যাটারি সমৃদ্ধ নয়া মডেলটির ধূসর রঙের ভেরিয়েন্টটি মিলছে অনলাইনে৷