shono
Advertisement
Kajal

রোজ কাজল পরেন? আজই সাবধান না হলে এই সমস্যায় ভুগতে পারেন আপনিও

দিনে প্রায় ১০ থেকে ১২ ঘণ্টাই চোখে কাজল থাকে বহু মহিলার।
Published By: Sayani SenPosted: 06:01 PM Dec 18, 2025Updated: 06:01 PM Dec 18, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেকআপ করার সময় নেই। তাড়াহুড়ো করে পৌঁছতে হবে গন্তব্যে। তা সে অফিস হোক কিংবা বাড়ির পাশে কোথাও। হাতের কাছে কাজল থাকলেই চলবে। আয়নার সামনে দাঁড়িয়ে দু'চোখে কাজল লাগালেই অনেক মহিলা মনে করেন সাজ সম্পূর্ণ হয়েছে। দিনে প্রায় ১০ থেকে ১২ ঘণ্টাই চোখে কাজল থাকে তাঁদের। চক্ষু চিকিৎসকদের মতে, কাজল থেকে চোখে নানা সমস্যা দেখা দিচ্ছে। কেউ কেউ আবার চোখের কাজল না তুলেই ঘুমিয়ে পড়েন। আর এই অভ্যাসেই নাকি দ্বিগুণ ক্ষতির আশঙ্কা তৈরি হয়। তাই নিত্যদিন কাজল পরার আগে সাবধান হোন। জেনে নিন ঠিক কী কী সমস্যা হতে পারে, চোখে কাজল পরার পর কীভাবে সঠিক পরিচর্যা প্রয়োজন, চলুন তা জেনে নেওয়া যাক।

Advertisement

* ঘণ্টার পর ঘণ্টা বেশিক্ষণ চোখে কাজল পরে থাকলে অনেকের অস্বস্তি হয়। চোখে লালভাবও হতে পারে।
* কাজলে থাকা নানা উপাদানে চোখে এলার্জির সম্ভাবনাও তৈরি হয়। চোখের আশেপাশে ব়্যাশও হতে পারে।
* বর্তমানে আমাদের মোবাইলের ব্যবহার বেড়েছে। তার ফলে চোখ শুষ্ক হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। তবে শুধু বাড়তি স্ক্রিনটাইমের জন্য নয়, কাজল থেকেও চোখ শুষ্ক হয়ে যেতে পারে।
* কাজল পেনসিল যদি সঠিকভাবে পরিষ্কার না থাকে তাতে চোখে জীবাণু সংক্রমণের সম্ভাবনা বেড়ে যায় বেশ খানিকটা।
* প্রতিনিয়ত বেশিক্ষণ কাজল পরে থাকার ফলে চোখের তলায় কালি পড়ে যেতে পারে। এই সমস্যা থেকে বাঁচতে তাই প্রতিদিন ভালো করে কাজল তুলে ঘুমোতে যান।


* চোখের আশপাশে সাদা ছোট ছোট ফুসকুড়ি হতে পারে। চোখে যন্ত্রণার সম্ভাবনাও থাকে।
* নিত্যদিন ব্যবহৃত কাজল চোখের পাতার ক্ষতি করতে পারে। তার ফলে চোখের পাতা পড়ে যাওয়ার আশঙ্কা থাকে।
* চোখ থেকে জল পড়ার সমস্যাও দেখা যায় অনেকেরই। এই সমস্যা দেখা দিলে যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসকের পরামর্শ নিন।
* ঘণ্টার পর ঘণ্টা চোখে কাজল পড়ার ফলে আলো সহ্য করার ক্ষমতা কমতে পারে।
* কেউ কেউ আবার কাজল পরে না বেরলে আত্মবিশ্বাসের অভাবেও ভোগেন। তাই এই সমস্যাগুলি দেখা দিলে সাবধান হোন। চিকিৎসকের পরামর্শ নিন। চোখ নিয়ে অবহেলা করবেন না।

তাই চোখে কাজল পরার পর অবশ্যই তা পরিষ্কার করুন। ভালো করে চোখে জলের ঝাপটা দিন। তাতে চোখের সমস্যা থেকে কিছুটা হলেও রেহাই পাওয়ার সম্ভাবনা থাকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দিনে প্রায় ১০ থেকে ১২ ঘণ্টাই চোখে কাজল থাকে তাঁদের।
  • চক্ষু চিকিৎসকদের মতে, কাজল থেকে চোখে নানা সমস্যা দেখা দিচ্ছে।
  • কেউ কেউ আবার চোখের কাজল না তুলেই ঘুমিয়ে পড়েন। আর এই অভ্যাসেই নাকি দ্বিগুণ ক্ষতির আশঙ্কা তৈরি হয়।
Advertisement