shono
Advertisement

টেকনোলজির যুগান্তর ঘটাতে বাজারে আসছে অদৃশ্য ক্লোক!

যা পরে নিমেষের মধ্যে গায়েব হয়ে যেতেন পটার৷ The post টেকনোলজির যুগান্তর ঘটাতে বাজারে আসছে অদৃশ্য ক্লোক! appeared first on Sangbad Pratidin.
Posted: 02:51 AM Jul 18, 2016Updated: 09:21 PM Jul 17, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ইনভিজিবল ক্লোক’ বা অদৃশ্য হওয়ার আলখাল্লার আত্মপ্রকাশে আর বেশি দেরি নেই! আর অদৃশ্য আলখাল্লার কথা বললেই সবার আগে যা মনে পড়ে তা হল হ্যারি পটারের সেই আশ্চর্য জোব্বা৷ যা পরে নিমেষের মধ্যে গায়েব হয়ে যেতেন পটার৷

Advertisement

এবার এমনই পোশাক তৈরি করার কাজে মেতে উঠেছেন লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা৷ ‘ন্যানো সাইজ পার্টিকাল’ দিয়ে তৈরি এই পোশাকের নাম ‘ইনভিজিবল ক্লোক’ হলেও তার সঙ্গে হ্যারি পটারের আশ্চর্য জোব্বার কোনও মিল নেই অবশ্য৷ আধুনিক বৈজ্ঞানিক উপায়ে তৈরি এই জোব্বায় ব্যবহার করা হচ্ছে নানা ধরনের ছোট-বড় অ্যান্টেনা৷ গবেষকদের বক্তব্য, নয়া এই পোশাক ব্যবহার করে যে কোনও পৃষ্ঠতলকেই সমতল ইলেক্ট্রো-ম্যাগনেটিক তরঙ্গবিশিষ্ট প্ল্যাটফর্মে উপনীত করা যাবে৷ এর মাধ্যমে বৈজ্ঞানিক গবেষণায় নতুন দিগন্ত খুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন বৈজ্ঞানিকরা৷ এই ক্লোক-কে ‘পোশাক’ বলা হলেও তা মোটেও মানুষের পরার জন্য নয়, বরং বৈজ্ঞানিক গবেষণার কাজে ব্যবহৃত হবে৷

‘ট্রান্সফরমেশন অপটিকস’ নীতির উপর ভিত্তি করে চলছে নয়া পোশাক তৈরির কাজ৷ গতবার গবেষকরা বহু চেষ্টায় এই পোশাক প্রায় তৈরি করে ফেললেও সেটি কেবল একটি নির্দিষ্ট ‘ফ্রিকোয়েন্সি’-তেই কাজ করছিল৷ নয়া পোশাক যাতে একাধিক ফ্রিকোয়েন্সিতে কাজ করে, সেই চেষ্টাই চালাচ্ছেন গবেষকরা৷ এই ক্লোকটি যদি ঠিকভাবে তৈরি হয়ে যায় তবে খুব সহজেই যে কোনও অপটিকাল মাইক্রোওয়েভকে যে কোনও ইলেক্ট্রো-ম্যাগনেটিক সারফেস থেকে নিয়ন্ত্রণ করতে পারবে৷

ইলেক্ট্রো-ম্যাগনেটিক ফিল্ডের পৃষ্ঠতল পরিবর্তন করে বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা চালানো সম্ভব হলে দৈনন্দিন জীবনে প্রযুক্তির আরও সুফল পাওয়া যাবে বলে মনে করছেন গবেষক লুইগি লা স্পাডা৷

The post টেকনোলজির যুগান্তর ঘটাতে বাজারে আসছে অদৃশ্য ক্লোক! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement