সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের মাটিতে বিরাটদের বিরুদ্ধে সিরিজ হারের হতাশা চেপে রাখতে পারেননি ব্রিটিশ পেসার জেমস অ্যান্ডারসন। তাই চতুর্থ টেস্ট হাতছাড়া হওয়ার মুখে প্রশ্ন তুলে দিয়েছিলেন ভারত অধিনায়কের ব্যাটিং পারফরম্যান্স নিয়ে। কিন্তু তাঁর এই মন্তব্যে যে এমন বিতর্কের ঝড় উঠবে, তা হয়তো আন্দাজও করতে পারেননি জিমি। তাঁর মন্তব্যই বুমেরাং হয়ে ফিরল। বিরাটের ব্যাটিং নিয়ে অ্যান্ডারসনের মতামতের তীব্র সমালোচনা করলেন প্রাক্তন পাক নেতা ইনজামাম-উল-হক।
ঘরের উইকেটে কোহলির ব্যাটিংয়ের সব দুর্বলতা ঢাকা পড়ে যাচ্ছে, এমনই বিস্ফোরক মন্তব্য করেছিলেন জিমি। মাইকেল ভন থেকে গ্রেম স্মিথ, বিশ্বের তাবড় তাবড় ব্যাটসম্যানরা তাঁর মন্তব্যের বিরোধিতা করেছেন। মুম্বইয়ে সিরিজ হারের পর একের পর এক নিন্দার তির ধেয়ে এসেছে তাঁর দিকে। এবার চিরপ্রতিদ্বন্দ্বী দেশের প্রাক্তন অধিনায়কও একহাত নিলেন ইংল্যান্ডের পেসারকে। একটি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ইনজি বলেন, “কোহলির রান নিয়ে অ্যান্ডারসন প্রশ্ন তুলেছে দেখে অবাক হয়ে গেলাম। কারণ ভারতের মাটিতে ওকে তো খুব বেশি উইকেট নিতে দেখলাম না। তার মানে, যদি কোনও ব্যাটসম্যান ইংল্যান্ডে ভাল স্কোর করতে পারে, তবেই অ্যান্ডারসন তাকে দক্ষ বলে মনে করবে, নাহলে নয়? উপমহাদেশে খেলার সময় কি ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার প্রথম সারির ব্যাটসম্যানরা সমস্যায় পড়েন না? তার মানে কি সেই ব্যাটসম্যানটি বা দলটি একেবারে ভাল নয়? আমার কাছে, টেস্টে রান করাটাই বড় কথা। দেশ বা বিদেশে রান করছে কি না, সেটা নয়।”
চলতি সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে চারটি টেস্টে ৬৪০ রান ঝুলিতে ভরেছেন ক্যাপ্টেন কোহলি। তাঁর দুরন্ত ফর্মের প্রশংসা করেছেন ইনজামাম। পাক নির্বাচনীমণ্ডলের প্রধান বলেন, “বিরাট যখনই ব্যাট হাতে নামে, তখনই ওর মূল লক্ষ্য থাকে দলকে জেতানো। আর সেটাই ওর সবচেয়ে ভাল গুণ। কেউ যদি ৮০ রান করে দলকে জেতাতে পারে, তাহলে তা কোনও হেরে যাওয়া ম্যাচে ১৫০ রান করার থেকে অনেক বেশি মূল্যবান।