রাজর্ষি গঙ্গোপাধ্যায়: শারজায় আজ দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিরুদ্ধে কি কেকেআরের (KKR) জয়ী কম্বিনেশন পালটাবে? নাকি একই থাকবে? আমিরশাহীতে খোঁজ নিয়ে জানা গেল, প্রথমটারই নাকি সম্ভাবনা বেশি। অর্থাৎ, শনিবার দিল্লির বিরুদ্ধে কেকেআরের টিম কম্বিনেশন পালটালেও পালটাতে পারে।
কেন? শোনা গেল, এর পিছনে কারণ মাঠ, শারজার মাঠ। যা কি না দুবাই বা আবু ধাবির মাঠের চাইতে আয়তনে অনেক ছোট। পিচও ভাল রকম পাটা। এখনও পর্যন্ত আইপিএলে সবচেয়ে বেশি রান উঠেছে শারজার মাঠে। এ মাঠেই দিন কয়েক আগে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) রেকর্ড রান তাড়া করে জিতেছে কেএল রাহুলের কিংস ইলেভেনের বিরুদ্ধে। যার পর নাকি নাইট ম্যানেজমেন্টের মাথায় একজন স্পিনার কমিয়ে একজন ব্যাটসম্যান বাড়ানোর চিন্তাভাবনা ঘুরছে।
[আরও পড়ুন: আইপিএলে ফের ডিআরএস নিয়ে বিতর্ক, আইসিসির নিয়ম নিয়ে প্রশ্ন সমর্থকদের]
কেকেআর শুক্রবার ট্রেনিং করল আবু ধাবিতে। শনিবারই টিম শারজা যাবে ম্যাচ খেলতে। শোনা গেল, প্রচণ্ড দাবদাহের মধ্যেও একটা জিনিস এ দিন নেট সেশনে দেখে নিয়েছে নাইটরা। তারা দেখে নিয়েছে রাহুল
ত্রিপাঠীকে। এ দিন ট্রেনিংয়ের শুরুতেই নেটে শুভমান গিলের সঙ্গে ওপেন করতে যান ত্রিপাঠী। বেশ কিছুক্ষণ ব্যাটিংও করেন। যার পর বলাবলি চলছে, তা হলে কি ত্রিপাঠী শনিবার নামতে চলেছেন? একজন স্পিনারের
বদলে? টিমের ভাবনা সে রকম একটা আছে। কিন্তু প্রশ্ন হল, কেকেআরের তিন স্পিনারের মধ্যে সেক্ষেত্রে বসবেন কে? ফর্ম বিচারে দেখলে কুলদীপ যাদব। এবারের আইপিএল এখনও পর্যন্ত ভাল যায়নি কুলদীপের। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে তাঁকে তো ১৬তম ওভারে এনেছিলেন কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিক। ততক্ষণে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়ে গিয়েছে। যার অর্থ দু’টো হয়। এক, কার্তিক ভরসা করতে পারছেন না চায়নাম্যানকে। দুই, ম্যাচের ফয়সলা মোটামুটি হয়ে যাওয়ার পর কুলদীপকে এনে তাঁর আত্মবিশ্বাস ফেরানোর চেষ্টা। তবে ত্রিপাঠীকে যদি ওপেনার খেলানো হয় (ইনি ওপেনিং থেকে মিডল অর্ডার সর্বত্র খেলেছেন) তা হলে সেক্ষেত্রে একজন ওপেনারই পড়ে থাকেন যাঁর বদলি হিসেবে ত্রিপাঠীকে খেলানো হতে পারে, সুনীল নারিন। দেখা যাক, কী হয়।
[আরও পড়ুন: বিরাট-রায়নার পর তৃতীয় খেলোয়াড় হিসেবে আইপিএলে অনন্য রেকর্ড গড়লেন রোহিত]
এদিকে, কেকেআর দিল্লির বিরুদ্ধে নামার আগেই আরেকটা ম্যাচে আজ হওয়ার কথা। আজই এই আইপিএলের প্রথম ডবল হেডার। দিনের প্রথম প্রথম ম্যাচে মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অর্থাৎ স্মিথ বনাম কোহলির লড়াই। আর এই লড়াইয়ে আজ ফোকাস বেশি থাকবে কোহলির দিকেই। কারণ, তাঁর দল আগের থেকে ভাল খেললেও বিরাট নিজে একেবারে রান পাননি আইপিএলে। আরসিবি অধিনায়ক চাইবেন রাজস্থানের অপেক্ষাকৃত দুর্বল বোলিং লাইনআপের বিরুদ্ধে রানে ফিরতে।
The post চিন্তায় শারজার ছোট মাঠ, দিল্লির বিরুদ্ধে আজ এক স্পিনার কমাতে পারে কেকেআর appeared first on Sangbad Pratidin.