shono
Advertisement

বয়স তো সংখ্যা মাত্র, চ্যালেঞ্জ নিয়ে ব্রাভোকে হারিয়ে প্রমাণ করলেন ‘ফিট’ধোনি

দেখেছেন সেই ভাইরাল ভিডিওটি? The post বয়স তো সংখ্যা মাত্র, চ্যালেঞ্জ নিয়ে ব্রাভোকে হারিয়ে প্রমাণ করলেন ‘ফিট’ ধোনি appeared first on Sangbad Pratidin.
Posted: 02:42 PM May 29, 2018Updated: 06:32 PM Jul 10, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১১ সালে ওয়াংখেড়েতেই বিশ্বকাপ ঘরে তুলে নিজের ও দেশবাসীর স্বপ্নপূরণ করেছিলেন বছর উনত্রিশের ভারত অধিনায়ক৷ সাত বছর পর সেই স্টেডিয়ামেই তৃতীয়বার আইপিএল ট্রফি জিতে ৩৬ বছরের নেতা বুঝিয়ে দিয়েছেন, বয়সটা নেহাতই একটা সংখ্যা৷ শুধু মগজাস্ত্রেই নয়, তাঁর ফিটনেসের কাছে হার মানতে হয়েছে কমবয়সিদেরও৷ তাই তো এখনও তিনি ভারতীয় দলে অনন্য, অপরিহার্য৷ হ্যাঁ, মহেন্দ্র সিং ধোনির কথাই বলা হচ্ছে৷ এবারের মতো আইপিএল শেষ হয়ে গেলেও ধোনি ম্যাজিক অব্যাহত৷ এবার সতীর্থ ডোয়েন ব্রাভোকে ফিটনেস চ্যালেঞ্জে হারিয়ে দিলেন মাহি৷

Advertisement

[কলকাতা লিগের আগেই বড়সড় পরিবর্তন ইস্টবেঙ্গলে, বদলে যেতে পারে নামও]

তৃতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার পর বেশ খোসমেজাজে চেন্নাই শিবির৷ বিপক্ষের সঙ্গে লড়াইয়ের পালা শেষ হওয়ার পর নিজেদের মধ্যেই প্রতিযোগিতা শুরু করেছিলেন ধোনি-ব্রাভোরা৷ চ্যালেঞ্জটা ছিল এরকম৷ বাইশ গজে কে দৌড়ে আগে তিন রান নিতে পারেন৷ দুই প্রতিযোগী ধোনি ও ব্রাভো ব্যাট হাতে তৈরি৷ তারপর শুরু হল দৌড়৷ আন্দাজ করতে পারেন, সেয়ানে-সেয়ানে টক্করে শেষ হাসি কে হাসলেন? সেই মানুষটিই, যাঁকে গোটা বিশ্ব ক্যাপ্টেন কুল হিসেবে চেনে৷ বয়সে বছর দুয়েকের ছোট ক্যারিবিয়ান তারকাকেও হার মানালেন ধোনি৷ চেন্নাই সুপার কিংসের পোস্ট করা সেই চ্যালেঞ্জের ভিডিও সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল৷ আর এভাবেই আরও একবার মাহি মনে করিয়ে দিলেন ক্রিকেটকে দেওয়ার এখনও অনেক মশলাই মজুত তাঁর মধ্যে৷

গত বছর আইপিএলে সেভাবে নজর কাড়তে পারেননি মাহি৷ টি-টোয়েন্টি ফরম্যাটে তাঁর খেলার ভবিষ্যত নিয়ে অনেকে প্রশ্নও তুলে দিয়েছিলেন৷ এবার হেলিকপ্টার শটেই সেসব সমালোচনাকে বাউন্ডারির বাইরে পাঠালেন ধোনি৷ গোটা টুর্নামেন্টেই ছিলেন দুর্দান্ত ফর্মে৷ দু’বছর পর চেন্নাই জার্সি গায়ে চাপিয়ে সেই আগের মেজাজেই ধরা দিয়েছিলেন৷ তবে ধোনি যে ফিটনেসে কতটা জোর দিয়েছেন তার প্রমাণ মিলেছিল গত বছর ডিসেম্বরেও৷ দেশের মাটিতে শ্রীলঙ্কা সিরিজ চলাকালীন হার্দিক পাণ্ডিয়ার সঙ্গে একশো মিটার দৌড়ে নেমেছিলেন ধোনি৷ সেখানেও ১২ বছরের ছোট জুনিয়রকে হাসতে হাসতে হারিয়েছিলেন ক্যাপ্টেন কুল৷ এবার রানিং বিটুইন দ্য উইকেটসেও ধোনির ফিটনেসের সাক্ষী থাকলেন তাঁর অনুগামীরা৷

[চেন্নাইকে জেতানোর পরেও ধোনিকে ছাপিয়ে প্রচারের সব আলো কেড়ে নিল এরাই]

The post বয়স তো সংখ্যা মাত্র, চ্যালেঞ্জ নিয়ে ব্রাভোকে হারিয়ে প্রমাণ করলেন ‘ফিট’ ধোনি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement