shono
Advertisement

আইপিএল নিলাম: কোন দলের হাতে কত টাকা? জেনে নিন খুঁটিনাটি

কোন ফ্র্যাঞ্চাইজি কতজন ক্রিকেটার কিনতে পারবেন? The post আইপিএল নিলাম: কোন দলের হাতে কত টাকা? জেনে নিন খুঁটিনাটি appeared first on Sangbad Pratidin.
Posted: 12:23 PM Dec 19, 2019Updated: 12:27 PM Dec 19, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লক্ষ্মীবারের ম্যাটিনি শো ঘিরে শহর তিলোত্তমার উত্তেজনার পারদ চড়েছে। আইপিএলের নিলামে কোন ফ্র্যাঞ্চাইজি কোন তারকাকে তুলে নেবে, কোন দল কত খরচ করবে সেদিকেই তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা। নিলাম শুরুর আগে চলুন দেখে নেওয়া যাক কোন দলের কাছে খরচের জন্য কত অর্থ রয়েছে। দলগুলির বর্তমান অবস্থাই বা কী।

Advertisement

দিল্লি ক‌্যাপিটালস
রেখে দিয়েছে: ১৪ ছেড়েছে: ৯
কিনেছে অজিঙ্ক রাহানে আর রবিচন্দ্রন অশ্বিনকে।
নিতে পারে: ১১
(৬জন ভারতীয়, ৫জন বিদেশি)।
অর্থ রয়েছে: ২৭.৭৫ কোটি

চেন্নাই সুপার কিংস
রেখে দিয়েছে: ২০ ছেড়েছে: ৬
নিতে পারে: ৫
(৩জন ভারতীয়, ২জন বিদেশি)।
ট্রেডিং উইনডোতে কাউকে কেনেনি।
অর্থ রয়েছে: ১৪.৬০ কোটি

[আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় ‘বিজেপি বিরোধী’ পোস্ট সানার! বিতর্ক এড়াতে আসরে সৌরভ]

সানরাইজার্স হায়দরাবাদ
ক্রিকেটার রেখে দিয়েছে: ১৮ ছেড়েছে: ৫
নিতে পারে: ৭
(৫জন ভারতীয়, ২জন বিদেশি)।
ট্রেডিং উইনডোতে কাউকে কেনেনি।
অর্থ রয়েছে: ১৭ কোটি

কলকাতা নাইট রাইডার্স
রেখে দিয়েছে: ১৪ ছেড়েছে: ১১
নিতে পারে: ১১
(৭জন ভারতীয়, ৪জন বিদেশি)।
কিনেছে সিদ্দেশ লাড।
অর্থ রয়েছে: ৩৫.৬৫ কোটি

মুম্বই ইন্ডিয়ান্স
রেখে দিয়েছে: ১৮ ছেড়েছে: ১০
নিতে পারে: ৭
(৫জন ভারতীয়, ২জন বিদেশি)।
কিনেছে ধাওয়াল কুলকর্ণি, ট্রেন্ট বোল্ট, শেরফন রাদারফোর্ড।
অর্থ রয়েছে: ১৩.০৫ কোটি

রয়‌্যাল চ‌্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
রেখে দিয়েছে: ১৩ ছেড়েছে: ১২
নিতে পারে: ১২
(৬জন ভারতীয়, ৬জন বিদেশি)।
ট্রেডিং উইনডোতে কাউকে কেনেনি।
অর্থ রয়েছে: ২৭.৯০ কোটি

[আরও পড়ুন: কুলদীপের হ্যাটট্রিকে কুপোকাত ক্যারিবিয়ানরা, সিরিজে সমতা ফেরাল ভারত]

রাজস্থান রয়‌্যালস
রেখে দিয়েছে: ১৪ ছেড়েছে ১১
নিতে পারে: ১১
(৭জন ভারতীয়, ৪জন বিদেশি)।
কিনেছে অঙ্কিত রাজপুত, রাহুল তিওয়াতিয়া, মায়াঙ্ক মরকন্ডে
অর্থ রয়েছে: ২৮.৯০ কোটি

কিংস ইলেভেন পাঞ্জাব
রেখে দিয়েছে: ১৬ ছেড়েছে: ৭
কিনেছে: জগদীশা সুচিত আর কৃষ্ণাপ্পা গৌতম।
নিতে পারে: ৯
(৫জন ভারতীয়, ৪জন বিদেশি)।
কিনেছে কৃষ্ণাপ্পা গৌতম, জে সুচিথ।
অর্থ রয়েছে: ৪২.৭০ কোটি

The post আইপিএল নিলাম: কোন দলের হাতে কত টাকা? জেনে নিন খুঁটিনাটি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement