shono
Advertisement

ব্যাটে-বলে ‘প্রভাবহীন’ শার্দূলকে ছেড়ে দিল কেকেআর, তালিকায় আর কে কে?

বাংলার অলরাউন্ডার শাহবাজ আহমেদকে ছাড়ল আরসিবি।
Posted: 11:18 AM Nov 26, 2023Updated: 11:18 AM Nov 26, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলের (IPL 2024) দলবদলের বাজারে সবচেয়ে চাঞ্চল্যকর জল্পনা যদি হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) মুম্বই প্রত্যাবর্তন হয়, তাহলে নাইট সংসারে যা হচ্ছে সেগুলিও কম চাঞ্চল্যকর নয়। মেন্টর গৌতম গম্ভীরের প্রত্যাবর্তনের পর কেকেআর (KKR) নতুন করে দল সাজানোর প্রস্তুতি নিচ্ছে। আর সেই লক্ষ্যেই প্রথম পদক্ষেপ হল, জাতীয় দলের নিয়মিত ক্রিকেটার শার্দূল ঠাকুরকে ছেড়ে দেওয়া।

Advertisement

গত মরশুমে ১০.৭৫ কোটি টাকায় কেকেআর নিয়েছিল শার্দূলকে (Shardul Thakur)। আশা ছিল, ব্যাটে-বলে নাইটদের সম্পদ হয়ে উঠবেন তিনি। কিন্তু শেষে দেখা যায়, ব্যাট বা বল কোনওটাই ঠিকমতো করতে পারছেন না ভারতীয় ক্রিকেটের ‘লর্ড’। গত মরশুমে ১১ ম্যাচে তাঁর মোট রান ছিল ১১৩। বল হাতে ৯ ম্যাচে পেয়েছিলেন সাত উইকেট। সংবাদ সংস্থা পিটিআই সূত্রের দাবি, ব্যাট এবং বল কোনওটাতেই সেভাবে প্রভাব ফেলতে না পারায় শার্দূলকে ছেঁটে ফেলা হল। ওই টাকায় নতুন কার্যকরী ক্রিকেটার কিনতে চায় নাইটরা।

[আরও পড়ুন: লজ্জায় মুখ ঢাকছে বাণিজ্য নগরী! মুম্বইয়ে দশ বছরে ধর্ষণ বেড়েছে ১৩০ শতাংশ]

কেকেআরের ছাঁটাইয়ের তালিকাটা অবশ্য আরও লম্বা হতে পারে। নিলামের আগে ছেড়ে দেওয়া হতে পারে দুই কিউয়ি পেসার লকি ফার্গুসন এবং টিম সাউদিকেও। এঁদের মধ্যে লকিকে গত বার ১০ কোটিতে নিয়েছিল কেকেআর। সাউদির (Tim Southee) দামও দেড় কোটি। ছেড়ে দেওয়া হতে পারে বাংলাদেশের দুই তারকা লিটন দাস এবং শাকিব আল হাসানকেও। এছাড়াও কিছু ভারতীয় তারকাকে ছাড়ার সম্ভাবনা আছে।

[আরও পড়ুন: ওড়িশা থেকে উদ্ধার বাংলার নিখোঁজ কলেজ ছাত্রের দেহ, সন্তানহারা আরামবাগের পরিবার]

এদিকে আইপিএলের অন্য দলগুলিও ঘর গোছাচ্ছে। দিল্লি ক্যাপিটালস যেমন ছেড়ে দিচ্ছে মণীশ পাণ্ডে এবং সরফরাজ আহমেদকে। তবে পৃথ্বী শ’কে ছাড়ছে না তারা। আবার এবার বাংলার অলরাউন্ডার সরফরাজ আহমেদের দল বদলে গেল। আরসিবি (RCB) থেকে সরফরাজ গেলেন সানরাইজার্স হায়দরাবাদে। পালটা আরসিবি সানরাইজার্স থেকে নিল ময়ঙ্ক ডাগরকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement