shono
Advertisement

বেজে গেল আইপিএলের দামামা, কবে কোথায় নামছে শ্রেয়স আইয়ারের কেকেআর?

মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছেন নারিন-রাসেল।
Posted: 07:14 PM Feb 22, 2024Updated: 07:51 PM Feb 22, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২২ মার্চ শুরু হচ্ছে আইপিএল (IPL 2024)। আপাতত ১৭ দিনের মোট ২১টি ম্যাচের সূচি ঘোষণা করা হল। দেশে সাধারণ নির্বাচন থাকায় এমন সিদ্ধান্ত। নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর পূর্ণ সূচি পাওয়া যাবে। আইপিএলের দ্বিতীয় দিন, অর্থাৎ ২৩ মার্চ মাঠে নেমে পড়ছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। প্রতিপক্ষ প্যাট কামিন্সের (Pat Cummins) সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। শনিবার ইডেন গার্ডেন্সে শ্রেয়স আইয়ার (Shreyas Iyer), রিঙ্কু সিংদের (Rinku Singh) পাশাপাশি সর্বোচ্চ ২৪ কোটি ৭৫ লাখ টাকায় কেন মিচেল স্টার্ককে (Mitchell Starc) দেখার জন্য ভরে উঠবে গ্যালারি।

Advertisement

২০১২ সালের পর ২০১৪, দুবারই গৌতম গম্ভীরের (Gautam Gambhir) অধিনায়কত্বে চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর। এর পর থেকে শাহরুখ খানের (Shah Rukh Khan) দলে শুধুই ট্রফির খরা। আর তাই ফেরানো হয়েছে গম্ভীরকে। শ্রেয়সের দলে তিনিই মেন্টর।

[আরও পড়ুন: প্রকাশ্যে আইপিএলের সূচি, উদ্বোধনী ম্যাচেই ধোনি বনাম বিরাটের ডুয়েল]

 

হায়দরাবাদ পর আরও দুটি কঠিন ম্যাচ খেলতে নামবেন সুনীল নারিন, আন্দ্রে রাসেলরা। ২৯ মার্চ নাইটদের বিরুদ্ধে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এখন থেকেই সেই ম্যাচ নিয়ে উন্মাদনা শুরু হয়ে গিয়েছে। কারণ, সেই ম্যাচে ফের দুই শিবিরে থাকবেন দুই তারকা। আরসিবি-তে বিরাট। গত আইপিএলেও মাঠেই ঝামেলায় জড়িয়েছিলেন দুই তারকা।

এর পর ৩ এপ্রিল নাইটদের সামনে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিল্লি ক্যাপিটালস। এই মুহূর্তে দিল্লির হোম গ্রাউন্ডে সংস্কারের কাজ চলছে। তাই এবার ঋষভ পন্থদের ঘরের মাঠ
বিশাখাপত্তনম।

কেকেআরের প্রথম তিনটে ম্যাচ

২৩ মার্চ, কেকেআর বনাম হায়দরাবাদ, কলকাতা

২৯ মার্চ, আরসিবি বনাম কেকেআর, বেঙ্গালুরু

৩ এপ্রিল, দিল্লি বনাম কেকেআর, বিশাখাপত্তনম

[আরও পড়ুন: টেস্ট দল থেকে বাদ গিয়েই, আইপিএলের আগে চাপে নাইট অধিনায়ক শ্রেয়স! কিন্তু কেন?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement