সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যাট হাতে ধোনি নামছেন। গ্যালারিতে মহাধ্বনি ওঠে ধোনির জন্য। দর্শক-অনুরাগীদের শব্দব্রহ্ম কানে তালা লাগিয়ে দেওয়ার মতো। গ্যালারির প্রবল শব্দ নির্ঘোষ পাকাপাকিভাবে শ্রবণশক্তি নষ্ট করে দিতে পারে।
দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার কুইন্টন ডি ককের স্ত্রী সাশা ইনস্টাগ্রাম হ্যান্ডলে নিজের স্মার্টওয়াচের ছবি পোস্ট করেছেন। ক্যাপশন হিসেবে লিখেছেন, 'হোয়েন এমএস ধোনি কামস আউট টু ব্যাট।'
এই ৪২ বছরেও ধোনির (MS Dhoni) জনপ্রিয়তা আকাশচুম্বী। কে বলবে তিনি অস্তমিত সূর্য। তিনি যেখানে, দর্শকদের ভিড়ও সেখানে। উৎসাহ-উদ্দীপনা-আবেগ মিলে মিশে একাকার হয়ে যায়। ধোনিকে ব্যাট করতে নামতে দেখলে গণ হিস্টিরিয়া হয় দর্শকদের। তাঁদের সম্মিলিত কণ্ঠস্বরের তীব্রতা কান ঝালাপালা করে দেওয়ার মতো। ধোনির মাঠে নামার মুহূর্তে দর্শক-ভক্ত-অনুরাগীদের সম্মিলিত শব্দব্রহ্ম ৯৫ ডেসিবেল ছুঁয়ে ফেলে। সাশার স্মার্টওয়াচে লেখা ফুটে ওঠে, লাউড এনভায়রনমেন্ট।
[আরও পড়ুন: ‘সেক্স’ নয়, সাক্ষাৎকারে ‘এগস’ বলেছিলেন মহুয়া! উঠল শব্দ বিকৃতির অভিযোগ]
সাশার সেই স্মার্টওয়াচ। ধোনির নামার মুহূর্ত পোস্ট করেছেন ইনস্টাগ্রামে।
দ্রিমি দ্রিমি কাঁপছে স্টেডিয়াম। কানে তালা লেগে যাওয়ার জোগাড়। মনে পড়ে সুকুমার রায়ের অমর লাইন, আমরা তবু তবলা ঠুকে গাচ্ছি কেমন তেড়ে, 'দাঁড়ে দাঁড়ে দ্রুম্! দেড়ে দেড়ে দেড়ে!' তেড়ে ধোনি-ধোনি চিৎকার ওঠার পরে সাশার স্মার্টওয়াচ চৈতাবনী দিচ্ছে, শব্দের মাত্রা ৯৫ ডেসিবেলের কাছাকাছি। ১০ মিনিট ধরে এভাবে চললে সাময়িক ভাবে শ্রবণশক্তি নষ্ট হতে পারে।
ধোনি একটা আবেগের নাম। কারও প্রেরণা, কারও ভালোবাসা। সব মিলেজুলে গ্যালারিতে যে 'শব্দকল্পদ্রুম' তৈরি হয়, তাকে উপেক্ষা করবে কে!