দিল্লি ক্যাপিটালস: ২০৮-৪ (অভিষেক পোড়েল ৫৮, স্টাবস ৫৭)
লখনউ সুপার জায়ান্টস: ১৮৯-৯ (পুরান ৬১, আর্শাদ ৫৮)
দিল্লি ১৯ রানে জয়ী।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঠের উত্তাপ বদলে গিয়েছে হৃদ্যতায়। আগের ম্যাচে যে কেএল রাহুলকে মালিক সঞ্জীব গোয়েঙ্কা প্রকাশ্যেই বকাবকি করেছিলেন, তাঁকে বাড়িতে ডেকে নৈশভোজ করিয়েছেন। আলিঙ্গন করে বিবাদ মিটিয়ে নিয়েছেন। মালিক আর অধিনায়কের সমস্যা মিটলেও মাঠের ভিতরের সমস্যা এখনও মেটাতে পারল না লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)। মাঠের ব্যর্থতা সাফল্যে বদলাতে পারলেন না স্টয়নিস, পুরানরা। মঙ্গল রাতে দিল্লির কাছে হেরে আইপিএল থেকে বিদায় কার্যত নিশ্চিত করে ফেলল LSG।
মঙ্গলবার দিল্লিতে প্রথম ভুলটা করলেন অধিনায়ক রাহুলই (KL Rahul)। টস জিতে ব্যাট করতে পাঠালেন দিল্লিকে (Delhi Capitals)। শুরুতে ফ্রেসার ম্যাকগ্রুকের উইকেট হারালেও অভিষেক পোড়েল এবং শাই হোপের জুটিতে ঝড়ের গতিতে রান তুলল দিল্লি। বাংলার অভিষেক ৩৩ বলে ৫৮ রানের ইনিংস খেললেন। হোপ করলেন ৩৮। অধিনায়ক পন্থও করলেন ৩৩। শেষদিকে টপ অর্ডারের তৈরি করা জমিতে সোনার ফসল ফলালেন ট্রিস্টান স্টাবস। তিনি করলেন ২৫ বলে ৫৭ রান। দিল্লি নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে করল ২০৮ রান। দিল্লি জিতল ১৯ রানে।
[আরও পড়ুন: ১০ বছরেই দাবার রহস্য সমাধান করবে কম্পিউটার, ভবিষ্যদ্বাণী টেক-জিনিয়াস মাস্কের]
আগের ম্যাচে গোয়েঙ্কার ক্ষোভের মুখে পড়া রাহুলের কাছে এদিন বাড়তি প্রত্যাশা ছিল সমর্থকদের। কিন্তু বড় রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে ব্যর্থই হলেন লখনউ অধিনায়ক। ৫ রানেই ফিরলেন তিনি। তবে রাহুল একা নন, ব্যর্থ হল গোটা লখনউ টপ অর্ডারই। মাত্র ২৪ রানে তিন উইকেট ফেললে লখনউ। চতুর্থ উইকেট পড়ল ৪৪ রানে। এরপর পুরাণের (Nicolas Pooran) বিধ্বংসী ৬১ রানের লড়াই খানিকটা লড়াইয়ে ফেরায় LSG-কে। কিন্তু পুরাণ আউট হতেই কার্যত সব আশা শেষ হয়ে যায় লখনউয়ের। শেষদিকে আরশাদ খানও একটা ঝোড়ো ইনিংস খেলেছেন। কিন্তু দলকে জয়ের সরণিতে নিয়ে যেতে পারেননি। লখনউয়ের ইনিংস শেষ হয় ৯ উইকেটে ১৮৯ রানে।
[আরও পড়ুন: বিতর্ক অতীত! দিল্লি ম্যাচের আগে রাহুলকে আলিঙ্গন গোয়েঙ্কার]
এই ম্যাচে হারের পর আইপিএল (IPL 2024) থেকে বিদায় কার্যত নিশ্চিত লখনউয়ের। নিজেদের শেষ ম্যাচ জিতলেও তাঁরা পৌঁছবেন ১৪ পয়েন্টে। নেট রান রেটে অনেক পিছিয়ে কেএল রাহুলরা। ফলে তাঁদের নক আউটে খেলার সম্ভাবনা কার্যত শূন্য। এদিন জিতে দিল্লি ১৪ পয়েন্টে পৌঁছল বটে, কিন্তু তাঁদেরও নেট রান রেটের যা অবস্থা তাতে বিদায় কার্যত নিশ্চিত। অন্যদিকে এদিন দিল্লির জয়ে নক আউটে খেলা নিশ্চিত হয়ে গেল রাজস্থানের।