shono
Advertisement
KKR

কেকেআর অধিনায়ক কে হবেন? আইপিএলের আগেই জুতোয় পা গলাতে তৈরি নাইট তারকা

নাইটদের অধিনায়ক হওয়ার দৌড়ে রয়েছে রাহানে, রিঙ্কু, ভেঙ্কটেশদের নাম।
Published By: Arpan DasPosted: 07:21 PM Feb 25, 2025Updated: 07:21 PM Feb 25, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক কে হবেন? চর্চায় একাধিক নাম। সেই জল্পনার মধ্যেই ভেঙ্কটেশ আইয়ার জানিয়ে দিলেন, যদি প্রস্তাব আসে, তাহলে নাইটদের নেতৃত্ব দিতে তৈরি তিনি।

Advertisement

গতবার কেকেআরের আইপিএল জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ভেঙ্কটেশের। নিলামের আগে তাঁকে ছেড়ে দিলেও শেষ পর্যন্ত ২৩.৭৫ কোটি টাকা দিয়ে নাইট শিবিরে ফিরিয়ে আনা হয়। কিন্তু শ্রেয়স আইয়ার নেই। এই পরিস্থিতিতে নাইটদের নেতৃত্ব দেবেন কে? আলোচনায় উঠে আসছে বর্ষীয়ান অজিঙ্ক রাহানে থেকে তরুণ রিঙ্কু সিংয়ের নাম। সেই তালিকায় উজ্জ্বল উপস্থিতি ভেঙ্কটেশ আইয়ারের।

নাইট শিবির থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে নেতৃত্ব দিতে তৈরি ভেঙ্কটেশ। সম্প্রতি একটি সাক্ষাৎকারে নাইট অলরাউন্ডার বলেন, "আমি তৈরি। তবে আগেও বলেছি, অধিনায়কত্ব একটি পরিচয় মাত্র। আমি নেতৃত্ব দেওয়ায় বিশ্বাস করি। সেটা আরও বড় দায়িত্ব। এই নিয়ে আমার মধ্যে কোনও সংশয় নেই। যদি আমাকে প্রস্তাব দেওয়া হয়, তাহলে না বলার কোনও কারণ নেই।"

ঘরোয়া ক্রিকেটে তিনি খেলেন মধ্যপ্রদেশের হয়ে। সেই দলের অধিনায়ক রজত পাতিদার এবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নেতৃত্বে। কিন্তু ভেঙ্কটেশ মনে করেন, মধ্যপ্রদেশের ড্রেসিংরুমেও তিনি নেতৃত্বের অলিখিত ভূমিকা পালন করেন। তিনি বলেন, "মাঠে বা মাঠের বাইরে, দায়িত্ব নিতে হয়। মধ্যপ্রদেশ দলে আমি সেটাই করি। সেখানে আমি অধিনায়ক নই, কিন্তু আমার মতামত সম্মানের সঙ্গে গ্রহণ করা হয়। ২০ লক্ষ হোক বা ২০ কোটি টাকা, আমার মূল্য যাই হোক না কেন, এমন একটা জায়গা দরকার, যেখানে স্বাধীনভাবে মতামত প্রকাশ করা যায়।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গতবার কেকেআরের আইপিএল জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বেঙ্কটেশের।
  • নিলামের আগে তাঁকে ছেড়ে দিলেও শেষ পর্যন্ত ২৩.৭৫ কোটি টাকা দিয়ে নাইট শিবিরে ফিরিয়ে আনা হয়।
  • বেঙ্কটেশ আইয়ার জানিয়ে দিলেন, যদি প্রস্তাব আসে, তাহলে নাইটদের নেতৃত্ব দিতে তৈরি তিনি।
Advertisement