shono
Advertisement

কমছে টিআরপি, জনপ্রিয়তা ধরে রাখতে একগুচ্ছ বদল আসছে আইপিএলে!

বদলে যেতে পারে ম্যাচ শুরুর সময়। The post কমছে টিআরপি, জনপ্রিয়তা ধরে রাখতে একগুচ্ছ বদল আসছে আইপিএলে! appeared first on Sangbad Pratidin.
Posted: 05:59 PM Jan 05, 2020Updated: 06:36 PM Jan 05, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলের (IPL) জনপ্রিয়তায় খানিকটা হলেও ভাটা পড়েছে। গতবছরের টিআরপি আগের বছরগুলির তুলনায় অনেকটাই কম ছিল। সম্প্রচারকারী সংস্থার ধারণা, আইপিএলের আগের ফরম্যাটে যদি কোনও পরিবর্তন না করা হয়, তাহলে এবছরও টিআরপির অবস্থা হবে তথৈবচ। তাই এবার আগেভাগেই বন্দোবস্ত করে রাখতে চাইছে সম্প্রচারকারী সংস্থা স্টার স্পোর্টস। ইতিমধ্যেই আইপিএল গভর্নিং কমিটিকে একাধিক প্রস্তাব দিয়ে ফেলেছে তাঁরা।

Advertisement

 

স্টার স্পোর্টসের দাবি, বিকেল চারটেয় ম্যাচ শুরু হলে, তা বেশি দর্শক দেখার সুযোগ পাচ্ছেন না। ফলে কমে যাচ্ছে টিআরপি। তাছাড়া একদিনে দুটি ম্যাচ থাকলে, দর্শকরা যে কোনও একটি ম্যাচ দেখার সময় পাচ্ছেন। তাতেও টিআরপির ক্ষতি হচ্ছে। তাই স্টারের দাবি, এবছরের আইপিএল থেকে একদিনে জোড়া ম্যাচ বাতিল করতে হবে। সেটা হলে আর বিকেল চারটেয় ম্যাচ শুরু হওয়ার প্রশ্নই ওঠে না। চারটের ম্যাচ বাতিল হলেও আটটায় যে ম্যাচগুলি শুরু হত, তার সময়ে কোনও পরিবর্তন করা হচ্ছে না। এ প্রসঙ্গে স্টারের এক আধিকারিক বলছেন, “একদিনে দুটি ম্যাচ হলে আমাদের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজিগুলিরও বিপুল আর্থিক ক্ষতি হচ্ছে। তাছাড়া একটা জিনিস বুঝতে হবে। আইপিএল মানে শুধু পরিবার নিয়ে স্টেডিয়ামে গিয়ে খেলা দেখা নয়।” 

[আরও পড়ুন: মহারাষ্ট্রে বেশিরভাগ বড় মন্ত্রক পেল এনসিপি, ক্ষোভে পদত্যাগ আরও এক বিধায়কের]

ম্যাচের সময়ের পাশাপাশি জনপ্রিয়তা ধরে রাখতে আরও একটি প্রস্তাব দিয়েছে স্টার স্পোর্টস। তাঁদের দাবি, এবছর আইপিএলের ক্রীড়াসূচি এমনভাবে তৈরি করতে হবে। যাতে বিদেশি ক্রিকেটারদের পুরো টুর্নামেন্টের জন্য পাওয়া যায়। মে মাসের শেষের দিকে অস্ট্রেলিয়ার একটি সিরিজ খেলার কথা। তাই আইপিএল শেষ করতে হবে মে মাসের প্রথম সপ্তাহেই। 

[আরও পড়ুন: ফের দিল্লির পথে মমতা, CAA ইস্যুকে সামনে রেখে একজোট হচ্ছে বিরোধীরা]

আইপিএলের ক্রীড়াসূচি এখনও ঘোষিত হয়নি। টুর্নামেন্টের গভর্নিং কাউন্সিল সূচি তৈরির কাজ করছে। আগামী মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে সূচি ঘোষিত হবে বলে মনে করা হচ্ছে। যদিও, সবদিক বিবেচনা করে ক্রীড়াসূচি বানানোটা বেশ বড় চ্যালেঞ্জ গভর্নিং কাউন্সিলের জন্য।

The post কমছে টিআরপি, জনপ্রিয়তা ধরে রাখতে একগুচ্ছ বদল আসছে আইপিএলে! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement