shono
Advertisement
Kumbha Mela

তীর্থে সহায়ক রেল, কুম্ভমেলা উপলক্ষে বিশেষ টেন্টসিটি-সহ আকর্ষণীয় প্যাকেজ IRCTC-র

এবার কলকাতা থেকে মহাকুম্ভ, বেনারস ও অযোধ‌্যা ঘোরাবে রেল। জেনে নিন বিস্তারিত।
Published By: Sucheta SenguptaPosted: 09:56 PM Dec 05, 2024Updated: 09:58 PM Dec 05, 2024

সুব্রত বিশ্বাস: তীর্থক্ষেত্রেও এবার বড়সড় উদ্যোগ নিচ্ছে রেল। মহাকুম্ভ উপলক্ষে রেলের তরফে গড়ে তোলা হচ্ছে টেন্টসিটি। মেলা প্রাঙ্গন থেকে ৪ কিলোমিটার দূরে এই টেন্টসিটি তৈরি হবে। তত্বাবধানের পুরো দায়িত্বে রয়েছে আইআরসিটিসির মতো কর্পোরেট সংস্থা। এনিয়ে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে বিস্তারিত জানিয়েছেন রেলতকর্তারা।

Advertisement

সাংবাদিক বৈঠকে আইআরসিটিসির পূর্বাঞ্চলের গ্রুপ জেনারেল ম‌্যানেজার মনোজ সিং।

জানা যাচ্ছে, এবার মহাকুম্ভ উপলক্ষে এলাহাবাদে ২৫ একর জমি ভাড়া নিয়ে অস্থায়ী শিবির তৈরি হচ্ছে। এখানে দুরকমের তাঁবু কক্ষ থাকছে - ডিলাক্স ও প্রিমিয়াম ক্লাস। ভাড়া যথাক্রমে ১২ হাজার ও ১৮ হাজার টাকা প্রতিদিন। ১০ জানুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত এই টেন্ট ভাড়া পাওয়া যাবে। এদিকে ‘মহাকুম্ভ পুণ‌্যক্ষেত্র’ নামে এক তীর্থভ্রমণের প‌্যাকেজ আনছে আইআরসিটিসি। এই প্রথম ট্রেনে মহাকুম্ভ নিয়ে যাওয়ার ব‌্যবস্থা করেছে সংশ্লিষ্ট সংস্থা। ১৮ ফেব্রুয়ারি থেকে পাঁচ রাত, ছদিনের ভ্রমণ প‌্যাকেজে প্রথমে বেনারস তীর্থ ভ্রমণ, সেখান থেকে অযোধ‌্যা দর্শন ও পরে মহাকুম্ভে স্নান।  কলকাতা স্টেশন থেকে যাত্রা করে ব‌্যান্ডেল, বর্ধমান, বোলপুর, রামপুরহাট, দুমকা, হাসডিহা, সুলতানগঞ্জ হয়ে বেনারস। থ্রি এসি ও স্লিপার থাকবে এই বিশেষ ট্রেনে। মোট ৭৮০ জন তীর্থযাত্রী ভ্রমণের সুযোগ পাবেন।

আইআরসিটিসির পূর্বাঞ্চলের গ্রুপ জেনারেল ম‌্যানেজার মনোজ সিং জানান, বেনারস ও অযোধ‌্যায় হোটেলে থাকার ব‌্যবস্থা হলেও কুম্ভনগরীতে তারা টেন্টসিটিতে থাকবেন। সাত্বিক খাবারের সঙ্গে পুরো ভ্রমণ প‌্যাকেজে থাকছে দেব দর্শন, সাইট সিন, সড়ক যান। সবই এই প‌্যাকেজের আওতায়। এছাড়া মহাকুম্ভে ত্রিবেণীতে স্নানের সব আয়োজনই করবে আইআরসিটিসি। ভ্রমণ প‌্যাকেজে দুটি শ্রেণি থাকছে, ইকোনমি ক্লাস ও স্ট‌্যান্ডার্ড ক্লাস। যাতে জন প্রতি খরচ যথাক্রমে ১৯,১০০ ও ২৫, ১০০ টাকা। আগ্রহী পূণ্যার্থীদের জন্য রেলের এই প্যাকেজে ভালো সাড়া মিলবে বলে আশা আইআরসিটিসি-র।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কুম্ভমেলা উপলক্ষে বিশেষ প্যাকেজ আইআরসিটিসি-র।
  • এলাহাবাদে মেলা প্রাঙ্গন থেকে ৪ কিলোমিটার দূরে এই টেন্টসিটি তৈরি হবে।
  • মহাকুম্ভ, বেনারস ও অযোধ‌্যা ঘোরাবে রেল। জেনে নিন বিস্তারিত।
Advertisement