shono
Advertisement
MS Dhoni

'দলই আগে', সিঙ্গলস না নেওয়ায় ধোনির দিকে ধেয়ে এল সমালোচনা, জুটল স্বার্থপরও তকমাও

ড্যারিল মিচেলকে ফিরিয়ে দেন ধোনি।
Posted: 02:22 PM May 02, 2024Updated: 02:26 PM May 02, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ব্যাট করতে নেমে সিঙ্গলস নিতে চাননি মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। অন্য প্রান্তে থাকা ড্যারিল মিচেল চলেও এসেছিলেন স্ট্রাইকিং এন্ডে। কিন্তু ধোনি রান নিতে চাননি। অগত্যা মিচেলকে ফিরে যেতে হয় নন স্ট্রাইক এন্ডে। ধোনির এহেন সিদ্ধান্ত ভালো ভাবে গ্রহণ করেননি প্রাক্তন ক্রিকেটাররা। তাঁরা বহু যুদ্ধের সৈনিকের সমালোচনা করেছেন। তাঁর গায়ে লাগে স্বার্থপর তকমাও। 
সম্প্রচারকারী চ্যানেলে ইরফান পাঠান বলেছেন, ''সিঙ্গলস নিতে প্রত্যাখ্যান করে ধোনি। এটা না করলেই পারত। ক্রিকেট টিম গেম। টিম গেমে এরকম করা ঠিক নয়। ড্যারিল মিচেল নিজেও আন্তর্জাতিক ক্রিকেটার। ও যদি বোলার হত, তাহলে না হয় বোঝা যেত।'' ভারতের প্রাক্তন বোলার আরও বলেন, ''রবীন্দ্র জাদেজার সঙ্গে আগে এরকম করেছো। এবার মিচেলের সঙ্গেও করলে। এমন করার দরকার ছিল না। ধোনি এটা এড়াতেই পারত।'' 

Advertisement

[আরও পড়ুন: দল নির্বাচনের নামে স্বজনপোষণ! CSK তারকার বাদ পড়া নিয়ে বিস্ফোরক প্রাক্তন বিশ্বজয়ী]


বুধবার পাঞ্জাব কিংস সাত উইকেটে ম্যাচ জেতে। ধোনি ১১ বলে ১৪ রান করে রান আউট হয়ে যান। স্পিনারের বিরুদ্ধে ধোনি চালিয়ে ব্যাট করতে পারছেন না। পাঠান সেই বিষয়ে বলছেন, ''দুর্দান্ত পরিকল্পনা করে ধোনিকে বল করা হয়েছে। অর্শদীপের ওভারে ছক্কা হাঁকিয়েছিল। কিন্তু অর্শদীপ ভালো বোলিং করেছে। গত কয়েক বছরে স্পিনারের বিরুদ্ধে রান তুলতে পারছে না ধোনি। সেই কারণেই নিজেকে ব্যাটিং অর্ডারে নামিয়ে আনছে।''

[আরও পড়ুন: আরও দুদিন তাপপ্রবাহের জ্বালা, বৃষ্টির আশায় দিন গুনছে বাংলা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ব্যাট করতে নেমে সিঙ্গলস নিতে চাননি মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)।
  • অন্য প্রান্তে থাকা ড্যারিল মিচেল চলেও এসেছিলেন স্ট্রাইকিং এন্ডে।
  • কিন্তু ধোনি রান নিতে চাননি।
Advertisement