সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুজরাট টাইটান্স (Gujarat Titans) কি ছাড়তে চলেছেন দলনায়ক শুভমান গিল (Shubman Gill)? সোশাল মিডিয়ায় তাঁর পোস্ট ঘিরে শুরু হয়েছে জল্পনা। অনেকেই মনে করছেন নতুন মরশুমে দল ছাড়বেন শুভমান গিল। আইপিএল অভিযান শেষ হয়ে গিয়েছে গুজরাট টাইটান্সের।
বৃহস্পতিবার সানরাইজার্স হায়দরাবাদ-গুজরাট টাইটান্স ম্যাচের বলই গড়ায়নি। বৃষ্টিতে ভেস্তে যায় সেই ম্যাচ। ফলে সানরাইজার্স হায়দরাবাদ পৌঁছে যায় প্লে অফে। গুজরাট টাইটান্সের আইপিএল শেষ হয়ে যায় বৃহস্পতিবারই। শুভমান গিল সোশাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যাচ্ছে, গুজরাট ক্রিকেটারদের সঙ্গে গোটা মাঠ প্রদক্ষিণ করছেন গিল। সমর্থকদের সঙ্গে সৌজন্য বিনিময় করছেন তিনি।
[আরও পড়ুন: ‘৭ তারিখ হাউহাউ করে কাঁদব’, অবসর ঘোষণার পর আবেগপ্রবণ সুনীল]
গিল লিখেছেন, ''যেভাবে শেষ হবে ভেবেছিলাম, শেষটা সেভাবে হল না। এই মরশুমটা অনেক কিছু শিক্ষা দিয়ে গেল। অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। গত তিন বছর ধরে এই সুন্দর পরিবারের অংশ আমি। এই জার্নি আমি কোনওদিন ভুলব না। আমাদের যারা সমর্থন করেছেন, কঠিন সময়ে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, আমাদের উপরে আস্থা রেখেছেন, তাঁদের প্রত্যেককে ধন্যবাদ জানাই।''
এবারের আইপিএল গুজরাট টাইটান্সের জন্য ভালো যায়নি। সাতটা ম্যাচ হেরেছে, জিতেছে পাঁচটা ম্যাচ। দুটো ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছে। ১২ পয়েন্ট নিয়ে অভিযান শেষ করেছে গুজরাট।
আবির্ভাবের বছরেই চ্যাম্পিয়ন হয়েছিল গুজরাট টাইটান্স। গতবার চেন্নাই সুপার কিংসের কাছে শেষ বলে হার হজম করতে হয় তাদের। রানার্স হয়েছিল গুজরাট। এবারের আইপিএল শুরুর আগেই গুজরাট শিবির ছেড়ে মুম্বই ইন্ডিয়ান্সে চলে আসেন হার্দিক পাণ্ডিয়া। মুম্বই ইন্ডিয়ান্সে ক্যাপ্টেনের আর্মব্যান্ড ওঠে তাঁর হাতে। হার্দিক চলে যাওয়ায় গুজরাটের নেতৃত্ব পান শুভমান গিল। তাঁর নেতৃত্বে এই মরশুমটা ভালো গেল না গুজরাট টাইটান্সের।