সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেই দল নির্বাচনে চমক দিলেন গৌতম গম্ভীর। টি-টোয়েন্টি দলের অধিনায়ক হলেন সূর্যকুমার যাদব। শ্রীলঙ্কায় ওয়ানডে দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মাই। কিন্তু গম্ভীর জমানায় লক্ষণীয় যা, তা হল, দুই ফরম্যাটেই শুভমান গিলকে (Shubman Gill) সহ অধিনায়ক করা হয়েছে।
নতুন কোচের জমানায় গিলকেই দুই ফরম্যাটের সহ অধিনায়ক করে গৌতম গম্ভীর কি এই বার্তা দিলেন যে শুভমান গিলের হাতেই ভবিষ্যতে ভারতীয় দলের ক্যাপ্টেনের আর্মব্যান্ড উঠবে? এই প্রশ্নের উত্তর অবশ্য গৌতম গম্ভীর দেননি। কিন্তু ঘটনাপ্রবাহ যে দিকে মোড় নিচ্ছে, তাতে মনে হতেই পারে গিলকেই ভবিষ্যতের নেতা হিসেবে এখন থেকেই তৈরি করা হচ্ছে।
[আরও পড়ুন: কলকাতা লিগে প্রথম জয়, পিয়ারলেসকে হারিয়ে তিন পয়েন্ট মোহনবাগানের]
প্রথমবার দেশের নেতৃত্ব। আর প্রথমবারেই দারুণ সফল হয়ে ফিরেছেন শুভমান গিল। জিম্বাবোয়েকে মাটি ধরিয়ে ৪–১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে ভারত। জিম্বাবোয়েতে সিরিজ জেতার পরে তাঁকে বলতে শোনা গিয়েছে, অধিনায়কত্ব তাঁর কাছ থেকে সেরাটা বের করে এনেছে। মাঠে বিশেষ কিছু করতে চেয়েছিলেন তিনি। নিজেকে নিংড়ে দিয়েছেন। তার সাফল্যও পেয়েছেন। রোহিত শর্মার নেতৃত্বে বেশি খেলার অভিজ্ঞতা তাঁর কাজে লেগেছে। ক্যাপ্টেন রোহিতকে সামনে থেকে দেখার ফলে অধিনায়কত্বের খুঁটিনাটি শিখেছেন গিল। যত তিনি পরিণত হবেন, ততই তাঁর নেতৃত্ব ক্ষুরধার হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
আইপিএলেও তাঁর হাতে তুলে দেওয়া হয়েছে গুজরাট টাইটান্সের নেতৃত্ব। তার পিছনেও একই কারণ। আগামীর ক্যাপ্টেন হিসেবে তাঁকে ভাবা হচ্ছে। রোহিত শর্মার পরে ক্যাপ্টেন হওয়ার দৌড়ে রোহিত শর্মা, হার্দিক পাণ্ডিয়ারা থাকলেও শুভমান গিলের উপরেই রয়েছে ফোকাসের আলো। সেই কারণেই এখন থেকে তাঁকে পরীক্ষা করে নেওয়া হচ্ছে। সিনিয়রের ডেপুটি হিসেবে খেলতে খেলতে তিনি অভিজ্ঞতা সঞ্চয় করবেন। পরবর্তীকালে সেই অভিজ্ঞতাই কাজে লাগাবেন শুভমান গিল।