সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের মতো গ্রীষ্মকালীন দেশে ইলেকট্রনিক জিনিসের বাড়তি যত্নের প্রয়োজন। যেহেতু ইলেকট্রনিক জিনিস চালালে তা নিজেই খানিক গরম হয়ে ওঠে। এর সঙ্গে রয়েছে উষ্ণায়নের দুনিয়ার চাঁদিফাটা গরম। দুই মিলে চরম অবস্থা হয়। অনেক ক্ষেত্রেই দেখা যায় আগুন হয়ে উঠেছে মোবাইল ফোন। সচেতন না হলে এমন সময় বড় বিপদ ঘটে যেতে পারে। অতিরিক্ত গরমে বিস্ফোরণ হতে পারে ফোনের ব্যাটারিতে। বিপদ এড়াতে এই ৫ সাবধান থাকুন।
১) দীর্ঘক্ষণ এবং একটানা ফোন চার্জ করবেন না। প্রতিটি ব্যাটারির চার্জ নেওয়ার ক্ষমতা সীমীত। সেক্ষেত্রে একটানা পাঁচ-সাত ঘণ্টা চার্জ না দিয়ে খেপে খেপে চার্জ করুন। চার্জে বসানো অবস্থায় ফোন গরম হয়ে উঠলে বন্ধ করে দিন চার্জিং প্লাগটির সুইচ।
[আরও পড়ুন: এবার ভোজশালায় মিলল দেব-দেবীর মূর্তি! ASI-এর রিপোর্ট জমা হতেই শোরগোল]
২) মনে রাখবেন, ফোন যেন রোদে বেশিক্ষণ না থাকে। এমনিতেই গরম হয়ে থাকা ফোন রোদে পুড়ে আরও তেতে উঠলে বিপদের সম্ভাবনা বাড়বে। এতএব এই বিষয়ে সচেতন থাকতে হবে।
৩) বাজার চলতি কোম্পানিগুলি নানা দাবি করে বটে, তবে ফোনে বিস্ফোরণের ঘটনা মাঝেমাঝেই শোনা যায়। এমনকী তাতে প্রাণহানি পর্যন্ত হয়ে থাকে। অধিকাংশ ক্ষেত্রেই ফোনে চার্জে থাকাকালীন কথা বলতে গিয়ে বিপদ হয়। এমন কাজ ঘুণাক্ষরে করবেন না।
[আরও পড়ুন: অসমে CAA-তে আবেদনকারী মাত্র ৮ জন, পরিসংখ্যান দিয়ে নির্বাসনের হুঁশিয়ারি হিমন্তের]
৪) খারাপ হয়ে যাওয়া ফোনের ব্যাটারি দ্রুত বদলে ফেলুন। অনেক সময় দেখবেন ফোনের পিছনে কিছু অংশে ফ্লুইড বেরিয়ে আসে, সেই ক্ষেত্রে সচেতন থাকুন ও ফোন পালটে ফেলুন দ্রুত।
৫) নিজের মতোই ফোনকেও মাঝেমাঝে বিশ্রাম দিন। ফোন ঠান্ডা হলে, তাপমাত্রা স্বাভাবিক হলে তবেই ফের ব্যবহার করুন। গরম হয়ে উঠলে খানিক সময়ের জন্য ফোনটিকে বন্ধ করেও রাখতে পারেন।