সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) বিরুদ্ধে ব্যাট হাতে জ্বলে উঠেছেন ঈশান কিষান (Ishan Kishan)। ৩৪ বলে ৬৯ রান করেন তিনি।
আরসিবি-র রান তাড়া করতে নেমে ঈশান কিষানই ইনিংসের ভিত্তিপ্রস্তর গড়ে তুলেছিলেন। এহেন ঈশান কিষানকে নিয়ে জোর বিতর্ক হয় আইপিএলের আগে। ঘরোয়া টুর্নামেন্টে না নেমে বোর্ডের কন্ট্র্যাক্ট থেকে বাদ পড়েছেন। সেই বিতর্কিত অধ্যায় প্রসঙ্গে ঈশান কিষান বলছেন, ''আমি অনুশীলন চালিয়ে গিয়েছিলাম। যখন খেলছিলাম না, তখন অনেকে অনেক কথা বলছিল। সোশাল মিডিয়ায় আমাকে নিয়ে অনেক কথাবার্তা হয়েছিল। তবে এটাও মনে রাখা উচিত এমন কিছু বিষয় থাকে যা সবসময়ে খেলোয়াড়দের হাতে থাকে না।''
[আরও পড়ুন: বিশ্বকাপে খেলবেন কার্তিক! স্টাম্প মাইকে রোহিতের ভাইরাল বক্তব্য ঘিরে তুঙ্গে জল্পনা]
ঈশান কিষান তাঁর দর্শন বদলেছেন। অনেক পরিবর্তন এনেছেন। তাঁকে ঘিরে তৈরি হওয়া বিতর্কিত অধ্যায়কে পিছনে ফেলে এগিয়ে গিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের উইকেট কিপার ব্যাটার।
ঈশান কিষান বলেছেন, ''প্রথম দুওভারে ওরা ভালো বল করলেও আমি একটি বলও ছাড়িনি। সময়ের সঙ্গে সঙ্গে আমি অনুভব করেছি ২০ ওভারের ম্যাচের জন্য হাতে অনেক সময় পাওয়া যায়। ম্যাচ হেরে গেলেও আমরা টিম হিসেবে একসঙ্গে কাজ করে গিয়েছি।'' বিশ্রামের সময়ে মানসিকতায় পরিবর্তন এনেছেন ঈশান কিষান। তা তাঁর কথা থেকেই পরিষ্কার।