পাঞ্জাব কিংস: ২১৪/৩ (লিভিংস্টোন ৮২*, জিতেশ ৪৯*, পীযূষ চাওলা ২/২৯)
মুম্বই ইন্ডিয়ান্স: ২১৬/৪ (ঈশান ৬৬, সূর্যকুমার ৭৫)
৬ উইকেটে জয়ী মুম্বই ইন্ডিয়ান্স।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি আইপিএলেই (IPL) মুখোমুখি হয়েছিল দুই দল। রুদ্ধশ্বাস সেই ম্যাচে পরপর দুই বলে স্টাম্প ভেঙে উইকেট তুলে নিয়েছিলেন অর্শদীপ সিং। পাঞ্জাবের (Punjab Kings) কাছে সেই হারের বদলা নিতে তাদের ঘরের মাঠকেই বেছে নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। ব্যাটারদের দাপটে মধুর প্রতিশোধ সেরে নিয়েই মোহালি ছাড়লেন অধিনায়ক রোহিত শর্মা। ৬ উইকেটে জয় পেয়ে প্লে অফের দৌড়ে বেশ শক্তিশালীভাবেই টিকে রইল মুম্বই।
টুর্নামেন্টের শুরুতে বেশ কয়েকটা ম্যাচ হেরেছিল রোহিত ব্রিগেড। তবে আইপিএল যত এগিয়েছে, ততই ফের স্বমহিমায় ফিরতে শুরু করেছে টুর্নামেন্টের সফলতম দল। এদিন পাঞ্জাবের ২১৪ রানের পাহাড়ও যেন সামান্য লাগল ঈশান কিষান, সূর্যকুমার যাদবদের কাছে। হাফসেঞ্চুরি হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করলেন দুই ব্যাটার। এদিন ৫০এরও বেশি রান দিলেন অর্শদীপ।
[আরও পড়ুন: বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, লখনউ থেকে এক পয়েন্ট নিয়ে ফিরছে ধোনির চেন্নাই]
টসে হেরে ব্যাটিং করতে নেমে শুরুতে খানিকটা ধীর গতিতে রান তোলে পাঞ্জাব। ফর্মে থাকা প্রভসিমরন সিং দ্বিতীয় ওভারেই আউট হয়ে যান। তবে পাঞ্জাব ইনিংসের চেহারা বদলে যায় লিয়াম লিভিংস্টোন মাঠে নামার পর। চলতি আইপিএলে দুরন্ত ফর্মে রয়েছেন ইংরেজ অলরাউন্ডার। এদিন মাত্র ৪২ বলে ৮২ রানের আগ্রাসী ইনিংস এল তাঁর ব্যাট থেকে। ২৭ বলে ৪২ রান করেন জিতেশ শর্মাও। তাঁদের দাপটেই ২১৪ রান তোলে পাঞ্জাব।
চেজ করতে নেমে ইনিংসের তৃতীয় বলেই শূন্য রানে আউট রোহিত। পাওয়ার প্লের শেষে প্যাভিলিয়নে ফেরেন ক্যামেরন গ্রিনও। তারপরেই মাঠে নামে মিস্টার ৩৬০ ডিগ্রি। ৩১ বলে ৬৬ রানের ইনিংস খেলেন সূর্যকুমার। উলটো দিক থেকে যোগ্য সঙ্গত করেন ওপেনার ঈশান কিশান। ৪০ বলে ৭৫ রান করেন তিনিও। তবে সেট হয়েও গুরুত্বপূর্ণ সময়ে আউট হয়ে যান দুই ব্যাটার। দুরন্ত ক্যামিও ইনিংস খেলে মুম্বইকে ম্যাচ জেতান তরুণ তিলক বর্মা।