shono
Advertisement

‘ফিরে যাও, আমরা হেরে গিয়েছি’, বিদায়ী ভাষণ কুখ্যাত বাগদাদির

অবশেষে হার স্বীকার করতে বাধ্য হল আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট বা আইএস৷ The post ‘ফিরে যাও, আমরা হেরে গিয়েছি’, বিদায়ী ভাষণ কুখ্যাত বাগদাদির appeared first on Sangbad Pratidin.
Posted: 12:26 PM Mar 02, 2017Updated: 06:56 AM Mar 02, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে হার স্বীকার করতে বাধ্য হল আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট বা আইএস৷ ইরাকি সংবাদমাধ্যম সুত্রে খবর, হার স্বীকার করে বুধবার জঙ্গিদের সমক্ষে বিদায়ী ভাষণ দিয়েছে আইএস প্রধান আবুবকর আল-বাগদাদি৷ একদা বিশ্বের কাছে ত্রাস ওই জঙ্গিনেতা বলে যে, ইসলামিক সাম্রাজ্য গড়ার লড়াইয়ে ইরাকে হেরে গিয়েছে আইএস৷ এছাড়াও জঙ্গি সংগঠনটির বিদেশি যোদ্ধাদের দেশে ফিরে যাওয়ার জন্য বা আত্মঘাতী হওয়ার নির্দেশ দেয় বাগদাদি৷

Advertisement

নিজের তৈরি সন্ত্রাসের দৈত্য গ্রাস করছে পাকিস্তানকে, রাষ্ট্রসংঘে সরব ভারত

২০১৪ সালে বিশ্বজুড়ে ইসলামিক সাম্রাজ্য গড়ার জন্য ইরাক ও সিরিয়ায় লড়াই শুরু করে আইএস৷ প্রথমদিকে জয়ের মুখ দেখলেও, আমেরিকার নেতৃত্বে আন্তর্জাতিক সেনাদলের কাছে ক্রমশ জমি খোয়াতে শুরু করে আইএস৷ সম্প্রতি, জঙ্গি সংগঠনটির অন্তিম গড় মসুলও প্রায় দখল করে নিয়েছে ইরাকি সেনা৷ এরপরই, আইএস নেতারা পার্শ্ববর্তী সিরিয়ায় পালাতে শুরু করে৷ তবে সেখানেও আসাদ সরকার ও রুশ সেনার হামলায় প্রবল চাপে রয়েছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠনটি৷

বরফ গলে জেগে উঠছে এক ‘হারানো পৃথিবী’, উচ্ছ্বসিত বিজ্ঞানীরা

সন্ত্রাসের মুখ বাগদাদির মাথার দাম ১০ মিলিয়ন ডলার ধার্য করেছে আমেরিকা৷ বেশ কয়েকবার ড্রোন হানাও হয়েছে বাগদাদির উপর৷ তার মৃত্যুর খবরও সামনে এসেছে একাধিকবার৷ তবে প্রত্যেকবারই প্রাণ বাঁচাতে সক্ষম হয় আইএস প্রধান৷ ইরাকি সেনা সূত্রে খবর, এই মুহূর্তে মসুল শহরে লুকিয়ে থাকতে পারে বাগদাদি৷ তবে তার দিন যে শেষ হয়ে এসেছে তা স্পষ্ট৷

পুরনো ১ টাকার নোট আছে? তাহলেই পকেটে আসতে পারে ১ লক্ষ টাকা

The post ‘ফিরে যাও, আমরা হেরে গিয়েছি’, বিদায়ী ভাষণ কুখ্যাত বাগদাদির appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement