সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের পৈশাচিক কার্যকলাপে সন্ত্রস্ত সমস্ত বিশ্ব৷ মানবতার চরম শত্রু ওই সন্ত্রাসবাদী সংগঠনটি প্রতিনিয়ত গড়ে চলেছে বর্বরতার নতুন নজির৷ সদ্য প্রকাশিত এক রিপোর্টে সামনে এসেছে এমনই এক ভয়াবহ তথ্য৷ এবার সদস্যদের নরমাংস খাওয়ার প্রশিক্ষণ দিচ্ছে ইসলামিক স্টেট৷ আমেরিকার নেতৃত্বে আন্তর্জাতিক সৈন্যদলের সঙ্গে লড়াইয়ে ক্রমশ ইরাক ও সিরিয়ায় জমি হারাচ্ছে আইসিস৷ টান পড়েছে অর্থ ভাণ্ডারেও৷ তাই যুদ্ধক্ষেত্রে খাবারের অভাব দেখা দিলে শত্রু সৈন্যের মৃতদেহ খাওয়ার আদেশ দেওয়া হয়েছে জঙ্গিদের৷
লাইভ শোয়ে অতিথির নিতম্বে হাত দিলেন সঞ্চালক, তারপর…
ইরাকে জঙ্গীদমন অভিযানে জড়িত কুইলিয়াম ফাউন্ডেশন নামের একটি সংগঠন জানিয়েছে, সদস্যদের মগজধোলাই করে মানুষের মাংস খেতে প্ররোচিত করছে আইএস৷ জঙ্গি সংগঠনটির সদস্যদের বোঝানো হচ্ছে যে জেহাদ বা ‘ধর্মযুদ্ধের’ সময় শত্রুপক্ষের বা ‘কাফের’-দের মাংস খাওয়া ধর্মসংগত৷ আইএসের বিরুদ্ধে দীর্ঘদিন লড়াই চালিয়ে যাওয়া এই সংগঠনটি আরও জানায় যে, আফগানিস্তানে, তালিবান ও আলকায়দা জেহাদিদের বয়েস ২৫ থেকে ৩৫-এর মধ্যে৷ কিন্তু ইসলামিক স্টেটের সদ্যসদের মধ্যে প্রায় ১০ শতাংশের বয়স ১৪ থেকে ২৫৷ এই কমবয়সী জঙ্গিদেরই মগজ ধোলাই করছে আইএস৷ ইতিমধ্যে ইরাকি সেনার হাতে ধরা পরেছে বেশ কিছু নরখাদক আইএস জঙ্গি৷ তবে একদিকে আমেরিকার নেতৃত্বে আন্তর্জাতিক সৈন্যদল ও অন্য দিকে রাশিয়ার হামলায় বিধ্বস্ত আইএস৷ ইতিমধ্যে জঙ্গি সংগঠনটির প্রধান ঘাঁটি মসুল শহর প্রায় দখল করে নিয়েছে ইরাকি সেনা৷