সৈকত মাইতি, তমলুক: প্রকৃতিপ্রেমী ও ফুলচাষিদের উৎসাহিত করতে বিশেষ উদ্যোগ। কোলাঘাটে রূপনারায়ণের পাড়ে বসেছে বাহারি ফুলের মেলা। দেশীয় ফুল তো রয়েছে। সঙ্গে আরও ১৭টি দেশের জনপ্রিয় ফুলের পসরায় সাজল মেলা।
প্রায় সহস্রাধিক ফুলের টবে পাঁপড়ি মেলেছে ডালিয়া, পিঞ্চ, গাঁদা, গোলাপ, ইনকা থেকে চন্দ্রমল্লিকার মতো শীতের অতিথিরা। আর সেখানেই যেন বাড়তি কদরে নজর কেড়েছে তুরস্ক ও আফগানিস্তানের টিউলিপ, ইটালির জাতীয় ফুল ম্যাডোনা লিলি, চিনের জাতীয় ফুল পিওনি, দক্ষিণ আফ্রিকার বার্ড অব প্যারাডাইস-সহ সতেরোটি দেশের জাতীয় ফুলের প্রদর্শনী। শীতের বাহারি ফুল দেখতে বহু প্রকৃতিপ্রেমী ভিড় করেন। এই ফুলের মেলা চলবে আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত।
তবে দিল্লি, হায়দারাবাদ থেকে সংগৃহীত বিরল ফুলগুলি প্রদর্শিত হবে ৩ জানুয়ারি পর্যন্ত। বুধবার এই ফুল মেলার উদ্বোধন করেন পুষ্প বিশেষজ্ঞ গোষ্টবিহারি বেরা। সেখানেই আয়োজক সংস্থার পক্ষ থেকে স্বপন মাজি, মন্টু আলি, শুভেন্দু ভৌমিক-সহ দশজন প্রবীণ ফুলচাষিকে সংবর্ধনা দেওয়া হয়। ফুলচাষ এবং ফুল পরিচর্চা নিয়ে আলোচনা সভার আয়োজনও করা হয়। আয়োজক সংস্থার পক্ষে বিশ্বনাথ দাস জানান, আবহাওয়া পরিবর্তনের জন্য এবার ফুল ফুটতে দেরি হচ্ছে। প্রসঙ্গত, ফুল চাষিদের উৎসাহিত এবং সম্মান জানাতেই ৯ বছর আগে এই মেলার সূচনা।