shono
Advertisement

এই মহিলার মাথার দাম ১০ লক্ষ ডলার

কিন্তু কেন? The post এই মহিলার মাথার দাম ১০ লক্ষ ডলার appeared first on Sangbad Pratidin.
Posted: 10:47 PM Dec 20, 2016Updated: 05:17 PM Dec 20, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৩ বছরের যুবতীর হাতে পেল্লাই বন্দুক৷ জোয়ানা পালানি নামটা গুগলে সার্চ অপশনে দিলেই ভেসে উঠবে এই ছবি৷ জন্ম ইরাকের কার্দিশ এলাকায়৷ বেড়ে ওঠা ডেনমার্কে৷ সুন্দরী এই মহিলার মাথার দাম ১০ লক্ষ ডলার ধার্য করেছে আইএস জঙ্গি গোষ্ঠী৷ কারণ কোমল এই হাতের জোরেই নিকেশ হয়েছে একের পর এক আইএস জঙ্গি৷

Advertisement

ইরাকের কার্দিশ এলাকায় জোয়ানার যখন জন্ম হয়৷ আইএস জঙ্গিরা প্রভাব বিস্তার করে সেখানে৷ সন্ত্রাসের জেরে ভিটেমাটি সবই চলে যায় জোয়ানাদের৷ বাধ্য হয়ে পুরো পরিবারকে উদ্বাস্তু শিবিরে আশ্রয় নিতে হয়৷ সেখান থেকেই কোনওভাবে ডেনমার্কে আশ্রয় নেন জোয়ানের বাবা৷ তারপর থেকে সেখানেই বড় হয়ে ওঠা জোয়ানের৷ কিন্তু মনের ভিতরে তাঁর জ্বলছিল প্রতিশোধের আগুন৷ ফল, কলেজের পড়াশোনা মাঝপথে সেরে নিজের জন্মস্থানে ফিরে যান তিনি৷ ইরাকি সেনার হয়ে শুরু হয় আইএস নিধনের পালা৷ জোয়ানের দাপটে অতীষ্ট হয়েই তাঁর মাথার জন্য ১০ লক্ষ ডলার ঘোষণা করেছে আইএস৷

এদিকে ডেনমার্কে অন্য লড়াইয়ের মুখে তরুণী৷ ছুটিতে বাবা-মায়ের সঙ্গে দেখা করতে এসেই বিপত্তি৷ ইরাক সেনার সঙ্গে কাজ করায় ডেনমার্কে তাঁর পাসপোর্ট বাজেয়াপ্ত করেছে প্রশাসন৷ ছয় মাসের জেল হাজতের নির্দেশ দিয়েছে কোপেনহেগেন সিটি কোর্ট৷ ফেসবুকে এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছেন জোয়ানা, তিনি বলেন এক মহিলা হিসেবে আমার যা করণীয় ছিল তাই করেছি৷ কী করে আমি ডেনমার্কের পক্ষে বিপজ্জনক হতে পারি!

The post এই মহিলার মাথার দাম ১০ লক্ষ ডলার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement