সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতকে রক্তাক্ত করার ছক কষছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট৷ সেই উদ্দেশ্য পূরণ করতে ৩ জন আইএস জঙ্গি জলপথে মুম্বইয়ে প্রবেশের চেষ্টা করছে৷ সোমবার মুম্বই পুলিশকে এমনটাই সতর্ক বার্তা জানিয়েছে উপকূলরক্ষী বাহিনী৷ এর প্রেক্ষিতে সমস্ত শহর জুড়ে জারি করা হয়েছে চূড়ান্ত সতর্কতা৷ বাড়িয়ে তোলা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা৷
[ছেলে ‘দেশদ্রোহী’, জঙ্গি সইফুল্লাহর লাশ নিতে অস্বীকার বাবার]
মুম্বই পুলিশের এক শীর্ষ কর্তা জানিয়েছেন, সোমবার একটি ফ্যাক্স করে আইএস জঙ্গিদের চক্রান্তের কথা জানায় উপকূলরক্ষী বাহিনী৷ এই বিষয়ে সমস্ত সম্ভব ব্যবস্থা নেওয়া হচ্ছে৷ এই সতর্ক বার্তার প্রেক্ষিতে সমস্ত মুম্বই জুড়ে নিম্নমানের লজ ও হোটেলে সন্দেহভাজনদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ৷
২০০৮ সালের নভেম্বরে লস্কর-ই-তৈবা জঙ্গিরা জলপথে প্রবেশ করেছিল মুম্বইয়ে৷ ওই হামলায় প্রাণ হারিয়েছিলেন ১৬৬ নিরীহ লোক৷ প্রায় চারদিন ধরে চলা লড়াইয়ের পর ৯ হামলাকারীকে নিকেশ করে সেনা ও আজমল কাসভ নামের এক জঙ্গিকে গ্রেপ্তার করা হয়৷ পরে আদালতে দোষী সাব্যস্ত হলে তাকে ফাঁসি দেওয়া হয়৷
প্রসঙ্গত, ভারতে ক্রমশ জল বিস্তার করছে ইসলামিক স্টেট৷ গতমাসে মধ্যপ্রদেশে একটি ট্রেনে বিস্ফোরণ ঘটিয়ে ভারতে প্রথম হামলা চালিয়েছিল আইএস৷ তারপরই লখনউয়ে ওই বিস্ফোরণে জড়িত জঙ্গি সইফুল্লাহকে নিকেশ করে পুলিশ৷ ইতিমধ্যে, ‘সন্ত্রাসবাদী সইফুল্লাহ ভারতীয় মুসলমানদের আদর্শ’, এমনটাই প্রচার করছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের জেহাদি চ্যানেল ‘আল-হিন্দি’৷ শুধু তাই নয়, সইফুল্লাহর মতো মুসলমান যুবকদের কাছে ভারতের মাটিতে ‘লোন উলফ’ হামলা চালানোর আবেদনও জানিয়েছে ওই চ্যানেলটি৷
[পড়ুয়াদের আত্মহত্যা রুখতে রাশ টানা হতে পারে কোচিং সেন্টারে]
এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, মেসেজিং অ্যাপ টেলিগ্রামের মাধ্যমে এই প্রচার শুরু করেছে আল-হিন্দি৷ ভারত জুড়ে সন্ত্রাসের বীজ ছড়িয়ে দিতে প্রচার চালিয়ে যাচ্ছে ওই চ্যানেলটি৷ দেশদ্রোহী সইফুল্লাহর দেহ কবর দিতে রাজি না হওয়ায় তার পিতাকে ‘কাফের’ বলে দাবি করেছে আইএস৷ জেহাদের পথে মা, বাবা বাধা হয়ে দাঁড়ালে তাদের অমান্য করার আর্জি জানিয়েছে সন্ত্রাসবাদী সংগঠনটি৷ এছাড়াও ‘হিন্দু রাষ্ট্র’ ভারতে রক্তগঙ্গা বইয়ে দেওয়ার হুমকিও দিয়েছে আইএস সঞ্চালিত ওই চ্যানেলটি৷
[বোরখা পরেই রামনবমী উৎসবে মাতলেন মুসলিম মহিলারা]
The post জলপথে মুম্বইয়ে প্রবেশের চেষ্টা ISIS জঙ্গিদের, জারি সতর্কবার্তা appeared first on Sangbad Pratidin.