shono
Advertisement

রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে শর্তসাপেক্ষে চলবে আইএসএল

তবে বিশেষ কিছু শর্ত মেনে চলতে হবে কলকাতার ফ্র্যাঞ্চাইজিকে৷ The post রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে শর্তসাপেক্ষে চলবে আইএসএল appeared first on Sangbad Pratidin.
Posted: 11:08 PM Sep 28, 2016Updated: 09:45 PM Aug 21, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জল্পনার অবসান৷ শনিবার থেকে শুরু হতে চলা ইন্ডিয়ান সুপার লিগে রবীন্দ্র সরোবরকেই অ্যাটলেটিকো ডি কলকাতার ঘরের মাঠ হিসেবে ঘোষণা করা হল৷ শর্তসাপেক্ষে রবীন্দ্র সরোবরে ম্যাচ আয়োজনের অনুমতি দিল জাতীয় পরিবেশ আদালতের পূর্বাঞ্চলীয় শাখা৷

Advertisement

এই স্টেডিয়ামে রাতে ম্যাচ হলে ফ্লাডলাইটে সরোবরের প্রাকৃতিক পরিবেশ নষ্ট হবে। এমন অভিযোগ তুলে পরিবেশকর্মী সুভাষ দত্ত ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের (এনজিটি) পূর্বাঞ্চলীয় শাখায় মামলা করেছিলেন। সেই মামলার পরিপ্রেক্ষিতেই পুরো বিষয়টি খতিয়ে দেখতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা স্টেডিয়াম ঘুরে দেখে বেশ কিছু সুপারিশ জমা দেন৷ সেই সুপারিশের ভিত্তিতেই রবীন্দ্র সরোবরে আইএসএল-এর ম্যাচ আয়োজনের অনুমতি দেওয়া হয়েছে বলে খবর৷

তবে বিশেষ কিছু শর্ত মেনে চলতে হবে কলকাতার ফ্র্যাঞ্চাইজিকে৷ বুধবার পরিবেশ আদালত জানিয়েছে, আইএসএল চলার সময় আতসবাজি ফাটানো যাবে না৷ জাতীয় সঙ্গীত ও বিশেষ কিছু ঘোষণা ছাড়া অকারণ মাইক বাজানো যাবে না৷ রাতে খেলা চলার সময় চারিদিকে কালো কাপড়ে মুড়ে রাখতে হবে৷ আলো যাতে লেকের পরিবেশ না নষ্ট করে তা নিশ্চিত করতে হবে৷ রাজ্যের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ও পুলিশ নিয়ম মানা হচ্ছে কি না তা লক্ষ রাখবে৷ স্টেডিয়ামের ৫০০ মিটার দূরে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করতে হবে৷

উল্লেখ্য, আগামী বছর অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের জন্য নতুন করে সেজে উঠছে যুবভারতী৷ সেই কারণে অন্যান্য বারের মতো এবার যুবভারতী ক্রীড়াঙ্গনকে ঘরের মাঠ হিসেবে পায়নি এটিকে৷ নানা আলাপ-আলোচনার পর অবশেষে রবীন্দ্র সরোবরকেই বেছে নিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের দল৷

The post রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে শর্তসাপেক্ষে চলবে আইএসএল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement