সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার শুরু হচ্ছে আইএসএলের একাদশতম (ISL 2024-25) সংস্করণ। প্রথম ম্যাচেই মুখোমুখি গতবারের লিগ চ্যাম্পিয়ন মোহনবাগান এবং আইএসএল কাপ জয়ী মুম্বই সিটি এফসি। গত মরশুমের সেরা দুই দলের লড়াই দিয়েই শুরু হচ্ছে এ বছরের লিগের লড়াই।
তবে দুই দলই অনেক বদলে গিয়েছে। বেশি বদল এসেছে মোহনবাগানে। গত বছরের সঙ্গে এবারের দলে নতুন তারকা এসেছে। হাবাসের বদলে কোচ হয়েছেন জোসে মোলিনা। ডুরান্ড কাপে মোহনবাগানকে ভুগিয়েছে রক্ষণের দুর্বলতা। দুই বিদেশি ডিফেন্ডার নিয়েও গোল খাওয়ার রোগ কমানো যায়নি। বোঝা গিয়েছে রক্ষণের দুর্বলতা। অন্যদিকে মুম্বই সিটি এফসিও খানিক দুর্বল হয়েছে। দল ছেড়েছেন পেরেরা দিয়াজ, আপুইয়া, রাহুল ভেকেরা। তবে মুম্বইয়ে এখনও ম্যাচ জেতানোর মতো বহু ফুটবলার রয়েছেন।
[আরও পড়ুন: ম্যাচ হেরে ক্যামেরাম্যানকে চড়, বিতর্কে এমি মার্টিনেজ]
আইএসএলে এমনিতেই মোহনবাগানের শক্ত গাঁট মুম্বই সিটি এফসি। এ পর্যন্ত দেশের এক নম্বর লিগে মোট ১০ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ৭ বারই জিতেছে মুম্বই। মোহনবাগান জিতেছে মাত্র ১ বার। সেটা অবশ্য গত মরশুমে। সেই জয়ই মোহনবাগানের লিগ জয় সুনিশ্চিত করে। সেখান থেকে আত্মবিশ্বাস নিয়েই এগোতে চাইবেন জোসে মোলিনা। তবে দলের অন্দরে নানা সমস্যা ভোগাবে তাঁকে।
[আরও পড়ুন: আদালতে আবেদন কেন? আনোয়ার ও ইস্টবেঙ্গলের বিরুদ্ধে পালটা ফেডারেশনে মোহনবাগান]
রক্ষণে দুই বিদেশি নিয়ে শুরু করলে আর দুই বিদেশি হিসাবে কে কে খেলবেন? ম্যাকলারেন আদৌ ম্যাচ ফিট তো? মাঝমাঠে কি পুরোপুরি ভারতীয়দের উপর ভরসা করা যায়? ডুরান্ড ফাইনালে দলের একাধিক দুর্বলতা প্রকট হয়েছিল। সেই দুর্বলতা কাটিয়ে ওঠাটাই চ্যালেঞ্জ সবুজ-মেরুন শিবিরের।