shono
Advertisement
East Bengal

'আত্মবিশ্বাসী' ইস্টবেঙ্গলের সামনে হায়দরাবাদ, নন্দ-বিষ্ণুদের চোট নিয়ে চিন্তায় কোচ অস্কার

গত পাঁচ ম্যাচের মধ্যে তিনটে জয়, একটা ড্র ও একটায় হেরেছে ইস্টবেঙ্গল।
Published By: Arpan DasPosted: 10:20 AM Feb 26, 2025Updated: 10:20 AM Feb 26, 2025

স্টাফ রিপোর্টার: মহামেডান ও পাঞ্জাব এফসি ম্যাচ জিতে বুধবার আইএসএলে টানা তৃতীয় ম্যাচ জয়ের লক্ষ্য নিয়ে ঘরের মাঠে হায়দরাবাদ এফসির বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল। গত পাঁচ ম্যাচের মধ্যে তিনটে জয়, একটা ড্র ও একটায় হেরেছে প্রভসুখনরা। আইএসএলের শুরুটা খুব খারাপ হলেও লিগ শেষের দিকে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে দিয়ামান্তাকোসরা। তবে সেখানেও চোট-আঘাত যেন পিছু ছাড়ছে না ইস্টবেঙ্গলের। বুধবার চোটের জন্য অনিশ্চিত বিষ্ণু-নন্দরা। চোট রয়েছে সেলিসেরও। হায়দরাবাদ ম্যাচের আগের দিন লাল-হলুদ কোচ অস্কার হেক্টরও সম্পর্কে অনিশ্চিত বললেও এদিন তিনি দলের সঙ্গে পুরো অনুশীলন করলেন। রক্ষণে আনোয়ারের পাশে থাকতে পারেন হেক্টর।

Advertisement

নন্দকুমার আর বিষ্ণু অনুশীলনের শুরুতেই উঠে গেলেন। হায়দরাবাদ এফসি এই মুহূর্তে লিগ টেবলের দ্বাদশ স্থানে। প্লে অফের আশা না থাকলেও গত ম্যাচে মুম্বই সিটি এফসি ও বেঙ্গালুরুর সঙ্গে ড্র করেছে তারা। ঘরের মাঠে জামশেদপুর এফসির বিরুদ্ধেও জয় পেয়েছে। হায়দরাবাদ এফসিকে স্বাভাবিকভাবেই গুরুত্ব দিচ্ছেন অস্কার। প্রতিপক্ষ নিয়ে বলতে গিয়ে বলছেন, "এই মুহূর্তে আমরা ধীরে ধীরে ভালো অবস্থার দিকে যাচ্ছি। বাকি ম্যাচগুলো জিতে মরশুমের শেষে একটা ভালো জায়গায় যেতে চাই। আমরা যথেষ্টই আত্মবিশ্বাসী রয়েছি। তবে কখনওই প্রতিপক্ষকে হালকাভাবে নিতে চাইছি
না। গত মাসে ওরা ভালো খেলেছে। এফসি গোয়া ও বেঙ্গালুরু এফসির সঙ্গে ড্র করেছে। জয় পেয়েছে জামশেদপুরের বিরুদ্ধেও। মাথায় রাখতে হবে প্রথম লেগের হায়দরাবাদ এফসির সঙ্গে এই লেগের হায়দরবাদ এফসিকে মেলানো যাবে না।" আইএসএলের পাশাপাশি এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচকেও গুরুত্ব দিচ্ছেন অস্কার। বলছেন, "দুটো প্রতিযোগিতাই আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ।”

কিন্তু এএফসি ও আইএসএল ম্যাচের মাঝে ব্যবধান এত কম, তা নিয়ে চিন্তায় রয়েছেন তিনি। নন্দকুমারের চোটের যা অবস্থা তাতে তিনি বুধবারের ম্যাচই শুধু অনিশ্চিত নয়, পরের ম্যাচেও নামতে পারবেন কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অস্কার। রিচার্ডের চোট পুরোপুরি না সারলেও তিনি বেঞ্চে থাকতে পারেন বুধবার। এই ম্যাচে সামনে দিয়ামান্তাকোসের সঙ্গী হতে পারেন মেসি বৌলি। থাকবেন সল ক্রেসপোও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আইএসএলের শুরুটা খুব খারাপ হলেও লিগ শেষের দিকে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে দিয়ামান্তাকোসরা।
  • তবে সেখানেও চোট-আঘাত যেন পিছু ছাড়ছে না ইস্টবেঙ্গলের।
  • বুধবার চোটের জন্য অনিশ্চিত বিষ্ণু-নন্দরা। চোট রয়েছে সেলিসেরও।
Advertisement