স্টাফ রিপোর্টার : আইএসএলে (ISL 2024) শুরুটা খুব খারাপ হয়েছে বলা যাবে না। বরং প্রথমবার এত বড় মাপের টুর্নামেন্ট খেলতে নেমে মন জয় করে নিয়েছে মহামেডান। প্রথম দুই ম্যাচের মধ্যে একটিতে হার ও একটিতে ড্র করলেও দুটি ম্যাচেই দারুণ ফুটবল খেলেছেন কার্লোস ফ্রাঙ্কারা। বৃহস্পতিবার আন্দ্রে চেরনিশভের ছেলেদের সামনে এবার ওয়েন কোলের চেন্নাইয়িন এফসি। যারা এবারের লিগে এখনও পর্যন্ত একটি মাত্র ম্যাচ খেলতে নেমে, পিছিয়ে পড়েও ওড়িশার ঘরের মাঠে ৩-২ গোলে হারিয়ে দিয়েছে রয় কৃষ্ণদের। শুধু তাই নয়, সেই ম্যাচে জোড়া গোল করে দলকে জিতিয়েছেন ফারুখ চৌধুরি। বৃহস্পতিবার মহামেডানের বিরুদ্ধে সেই ফারুখ চৌধুরি ফ্যাক্টর হতে পারেন।
আইএসএলের প্রথম অ্যাওয়ে ম্যাচে নামার আগে কিছুটা চিন্তায় মহামেডান কোচ চেরনিশভ। বলছেন, “প্রথম অ্যাওয়ে ম্যাচ আমাদের, নতুন অভিজ্ঞতার সামনে দাঁড়িয়ে। গত দুই ম্যাচের পারফরম্যান্স, ধারাবাহিকতা ধরে রাখতে হবে। তবে ঘরের মাঠ, বাইরের মাঠ, সর্বত্র আমাদের নিজের খেলা খেলতে হবে। নতুন পরিবেশে নামব। তার সঙ্গেও দ্রুত মানিয়ে নিতে হবে আমাদের।” গত দুই ম্যাচে অ্যালেক্সিস আর কার্লোস ফ্রাঙ্কা দুরন্ত ফুটবল খেলেছেন। প্রথম ম্যাচে সংযুক্তি সময়ে গোল খেয়ে নর্থ ইস্টের বিরুদ্ধে হার। পরের ম্যাচেও ১ গোলে এগিয়ে থেকেও সংযুক্তি সময়ে গোল খেয়ে এফসি গোয়ার সঙ্গে ড্র করেছে চেরনিশভের ছেলেরা। বারবার সংযুক্তি সময়ে গোল খাওয়া নিয়েও চিন্তিত মহামেডান কোচ। তিনি আরও যোগ করছেন, “গত দুই ম্যাচেই শেষ মুহূর্তে গোল খেয়েছি আমরা। এই ম্যাচে শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের মনোসংযোগ বজায় রাখতে হবে। আমাদের ফুটবলারদের শারীরিক সক্ষমতা এখনও সেরা জায়গায় পৌঁছায়নি। ফলে এটা হচ্ছে।”
আইএসএলের প্রথম অ্যাওয়ে ম্যাচ, চেন্নাইয়ের পরিবেশ নিয়ে চিন্তায় মহামেডান কোচ চেরনিশভ
বারবার সংযুক্তি সময়ে গোল খাওয়া নিয়েও চিন্তিত মহামেডান কোচ।Published By: Arpan DasPosted: 01:40 PM Sep 26, 2024Updated: 04:03 PM Sep 26, 2024
Advertisement
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
হাইলাইটস
Highlights Heading- আইএসএলে শুরুটা খুব খারাপ হয়েছে বলা যাবে না।
- প্রথমবার এত বড় মাপের টুর্নামেন্ট খেলতে নেমে মন জয় করে নিয়েছে মহামেডান।
- প্রথম দুই ম্যাচের মধ্যে একটিতে হার ও একটিতে ড্র করলেও দুটি ম্যাচেই দারুণ ফুটবল খেলেছেন কার্লোস ফ্রাঙ্কারা।
Advertisement