সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘরের মাঠে পাঞ্জাবকে চূর্ণ করে প্লে অফের টিকিট নিশ্চিত করে ফেলেছে মোহনবাগান। এবার সামনে লিগ শিল্ড জয়ের অঙ্ক। ২০ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে আছে মোলিনার দল। কোনও একজনকে নয়, মোহনবাগান কোচ এই সাফল্যের কৃতিত্ব দিচ্ছেন দলের সবাইকে। ঠিক একই কথা শোনা গেল সবুজ-মেরুনের নতুন তারকা দীপেন্দু বিশ্বাসের গলায়।
আইএসএলে এই মরশুমের আবিষ্কার দীপেন্দু। বিদেশি ডিফেন্ডারদের অভাব অনায়াসে ঢেকে দিচ্ছেন তিনি। পাঞ্জাবের বিরুদ্ধে সময়মতো ট্যাকেল-ক্লিয়ারেন্স ছাড়াও একটি অ্যাসিস্টও রয়েছে তাঁর নামে। তবে এই সাফল্যে ভেসে যেতে রাজি নন বঙ্গ ডিফেন্ডার। বরং আরও উন্নতি করতে চান। ম্যাচের পর তিনি বলেন, "শুধু আমার নিজের পারফরম্যান্স নয়, সবাই খুব ভালো খেলেছে বলে জিতেছি। সবার পরিশ্রমে দল ৩-০ গোলে জিতেছে। কোচ যতটুকু সুযোগ দিয়েছেন, সেটুকু কাজে লাগাচ্ছি। আরও ভালো খেলার চেষ্টা করছি।"
শুভাশিস বসুর পাশাপাশি আরও এক বঙ্গসন্তান উঠে এসেছেন ভারতীয় ফুটবলে। দীপেন্দু তার কৃতিত্ব দিলেন অগ্রজ সতীর্থকে। ম্যাচের পর বললেন, "শুভাশিস দা সব সময় আমাকে সাহায্য করে। কোথাও ভুল হলে বুঝিয়ে দেয়। সেটা মাঠে হোক বা মাঠের বাইরে। সব কোচই আমাকে খুব সাহায্য করছে। ভুল হলে চেষ্টা করছি সেটা শুধরে নেওয়ার।" রদ্রিগেজ-অলড্রেড জুটি ফিরলে কি ফের বাদ পড়বেন দীপেন্দু? আপাতত সেসব নিয়ে ভাবছেন না বঙ্গ ডিফেন্ডার। তাঁর স্পষ্ট স্বীকারোক্তি, "এটাই ফুটবল"।
মোহনবাগান কোচ হোসে মোলিনা সাফল্যের কৃতিত্ব দিচ্ছেন দলের সকলকে। কোনও গোপন রহস্য নয়, দলগত ফুটবলই চাবিকাঠি। ম্যাচের পর মোলিনা বলেন, “খেলোয়াড়দের পরিশ্রম—সাফল্যের এটাই রহস্য। প্রত্যেকের পরিশ্রম—স্টাফ, কোচিং স্টাফ, সাপোর্টিং স্টাফ, ম্যানেজমেন্ট, মালিক— সবাই দলকে সাহায্য করছে। সবাই একই লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে। আর শেষে ফুটবলাররা দুর্দান্ত খেলেছে। গোলের সামনে সফল হচ্ছে। আমাদের গোলপোস্ট রক্ষা করছে, ক্লিন শিট বজায় রাখছে। অন্য কোনও গোপন রহস্য নেই। এটা সবার একসঙ্গে করা কঠোর পরিশ্রমের ফল।”
ফুটবল ময়দানে জোর আলোচনা, আর ৭ পয়েন্ট পেলেই টানা দ্বিতীয়বার লিগ শিল্ড জিতবে মোহনবাগান। অঙ্কও তাই বলছে। পরের ম্যাচ কেরালা ব্লাস্টার্সের সঙ্গে। মোলিনা অবশ্য সেসব নিয়ে ভাবতে রাজি নন। তাঁর বক্তব্য, “আমি ঠিক জানি না প্রতিদ্বন্দ্বী দলগুলো কত পয়েন্টে পৌঁছতে পারে, তবে নিশ্চয়ই তা ৪৬-এর বেশি। আমরা খুশি। আমরা সুবিধাজনক জায়গায় আছি। আমরা দেখব বাকি ম্যাচগুলোতে কী ঘটে? যা ঘটবে, তা ঘটবে। আমরা সব সময় নিজেদের এবং আমাদের ম্যাচগুলোর ওপরই মনোনিবেশ করি।”
