স্টাফ রিপোর্টার: সেমিফাইনালের প্রথম লেগের আগে ‘আন্ডারডগ’ অ্যাটলেটিকো ডি কলকাতা ফিরতি লেগের আগে ফেভরিট হয়ে উঠেছে৷ প্রথম পর্বে এক গোলে এগিয়ে থাকার সুবাদেই এই পরিবর্তন৷ ফোরলানকেও পাবে না মুম্বই৷ তাই ফেভরিট মুম্বই এখন গুরুত্ব হারিয়ে ফেলেছে৷
কলকাতা অবশ্য ইতিমধ্যেই মাঠের বাইরের লড়াইয়ে নেমে পড়েছে৷ মাঠে নিজেদের সমর্থনে লোক আনতে ম্যাচের আগেরদিন মুম্বইয়ের যেখানে যেখানে বাঙালিদের বসবাস, সেই সোনাপট্টিতে গিয়ে ম্যাচের টিকিট দেওয়া হয়েছে৷ তাঁদের আশা, হিউম-পোস্তিগাদের উদ্বুদ্ধ করতে সমর্থকরা উপস্থিত থাকবে৷ ফলে একতরফা হবে না৷
সোমবার সকালে পৌঁছে বিকেলেই আন্ধেরি স্পোর্টস কমপ্লেক্সের মাঠে দল নিয়ে অনুশীলন সারেন এটিকে কোচ মোলিনা৷ তার কিছু আগেই নিজেদের প্রস্তুতি সেরেছেন মুম্বই৷ ফোরলান অবশ্য আসেননি৷ মুম্বইয়ের যে ফরোয়ার্ড লাইনকে এবারের আইএসএল-এ সেরা বলে মনে হচ্ছিল, ফোরলান ছাড়া তা দুর্বল হয়ে পড়ল৷ মুম্বই কোচ এখনও ঠিক করতে পারেননি, ফোরলানের অনুপস্থিতিতে সোনি নর্ডিকে প্রথম থেকে খেলাবেন কিনা৷ মুম্বই কোচ উইং দিয়ে খেলা পছন্দ করেন না৷ সোনি আবার সেরকমই খেলেন৷ এটাই সমস্যা৷ তার উপর সুনীলের গোড়ালির চোটও সারেনি৷
এর আগে ঘরের মাঠে ফোরলানকে ছাড়া একটা ম্যাচও জিততে পারেনি মুম্বই৷ এমনকী এই আন্ধেরি স্পোর্টস কমপ্লেক্সের মাঠেই চারটে গোল রয়েছে উরুগুয়ে স্ট্রাইকারের৷ তবুও প্রকাশ্যে মুম্বই কোচের মুখে হা হুতাশ নেই৷ বললেন, “ফোরলান আমাদের দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ ফুটবলার, এনিয়ে সন্দেহ নেই৷ তবে ওকে ছাড়াও আমার ছেলেরা ম্যাচ জিতে দেখিয়েছে৷ আর দলও খারাপ খেলেনি৷”
উল্টোদিকে, কলকাতার মাথায় ঘুরছে গতবারের সেমিফাইনালে অ্যাওয়ে ম্যাচে চেন্নাইয়ের কাছে ব্যর্থ হওয়ার ঘটনা৷ এবার অবশ্য ড্র করতে পারলেই সরাসরি ফাইনালে৷ মোলিনা বললেন, “অতীত নিয়ে ভেবে লাভ নেই৷ প্রথম ম্যাচটা জিতে হয়তো একটু সুবিধেজনক জায়গায় রয়েছি৷ এটুকুই৷ এনিয়ে উত্তেজিত হয়ে লাভ নেই৷”
The post ফাইনালে ওঠার লড়াইয়ে মুম্বইয়ে আজ ফেভরিট এটিকে appeared first on Sangbad Pratidin.