shono
Advertisement

Breaking News

Israel

জাতীয় নিরাপত্তার পক্ষে বিপজ্জনক! আল জাজিরাকে নিষিদ্ধ করল ইজরায়েল

বহুদিন থেকেই সংবাদসংস্থাটির সঙ্গে তেল আভিভের সম্পর্ক খারাপ।
Posted: 07:24 PM May 05, 2024Updated: 07:24 PM May 05, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাতীয় নিরাপত্তার পক্ষে বিপজ্জনক। সেই কারণে বিখ্যাত সংবাদসংস্থা আল জাজিরাকে (Al Jazeera) নিষিদ্ধ করল ইজরায়েল। রবিবার সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নিয়েছে সেদেশের পার্লামেন্ট। তবে কবে থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে তা এখনও জানা যায়নি। উল্লেখ্য, কাতারের এই সংবাদসংস্থাটি গাজায় যুদ্ধের একাধিক খবর প্রকাশ করেছে গত সাত মাস ধরে।

Advertisement

[আরও পড়ুন: হোয়াইট হাউসের গেটে সজোরে ধাক্কা গাড়ির, মৃত্যু চালকের, বাইডেন-নিবাসে নাশকতার ছক?

রবিবার নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন ইজরায়েলের (Israel) প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি জানান, "সরকার সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছে, ইজরায়েলে আল জাজিরার সম্প্রচার বন্ধ করে দেওয়া হবে।" এর বেশি আর কোনও তথ্য মেলেনি নেতানিয়াহুর পোস্ট থেকে। আল জাজিরা কর্তৃপক্ষের তরফেও ইজরায়েল সরকারের এই পদক্ষেপ নিয়ে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

তবে সূত্র মারফত জানা গিয়েছে, আপাতত ৪৫ দিনের জন্য আল জাজিরার সমস্ত পরিষেবা নিষিদ্ধ করা হয়েছে। ফলে ইজরায়েলে কোনও খবর পরিবেশন করতে পারবে না কাতারি সংস্থাটি। উল্লেখ্য, গাজায় ইজরায়েল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লাগাতার খবর পরিবেশন করেছে আল জাজিরা। যুদ্ধক্ষেত্র থেকেও খবর সংগ্রহ করেছে তারা। তবে ইজরায়েলের বিরোধিতা করার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। হামাসের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার আগে থেকেই সংবাদসংস্থাটির সঙ্গে তেল আভিভের সম্পর্ক খারাপ। এবার বড়সড় শাস্তির মুখে পড়ল আল জাজিরা।

[আরও পড়ুন: ‘নাগরিকদের রক্ষাই কানাডার মূল উদ্দেশ্য’, নিজ্জর খুনে ৩ ভারতীয় গ্রেপ্তার হতেই সরব ট্রুডো

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কাতারের এই সংবাদসংস্থাটি গাজায় যুদ্ধের একাধিক খবর প্রকাশ করেছে গত সাত মাস ধরে।
  • সরকার সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছে, ইজরায়েলে আল জাজিরার সম্প্রচার বন্ধ করে দেওয়া হবে।
  • সূত্র মারফত জানা গিয়েছে, আপাতত ৪৫ দিনের জন্য আল জাজিরার সমস্ত পরিষেবা নিষিদ্ধ করা হয়েছে।
Advertisement