shono
Advertisement

সরাসরি যুদ্ধ শুরু? গাজার ভূখণ্ডে ঢুকে আক্রমণ ইজরায়েলি সেনার

আক্রমণের ভিডিও প্রকাশ করেছে ইজরায়েল সেনা।
Posted: 03:39 PM Oct 26, 2023Updated: 03:39 PM Oct 26, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার কি গাজায় (Gaza) সরাসরি সামরিক অভিযান শুরু করবে ইজরায়েল? সেরকমই আভাস দিল ইজরায়েলের (Israel) প্রতিরক্ষা বিভাগ। জানা গিয়েছে, গাজার ভূখণ্ডে ঢুকে জঙ্গিদের ডেরা গুঁড়িয়ে দিয়েছে ইজরায়েলের সেনা। তবে অপারেশন সেরে আবার ইজরায়েলে ফিরে এসেছে বাহিনী। এই অভিযানের কয়েক ঘণ্টা আগেই প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছিলেন, স্থলভাগে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছে দেশের সেনা। সেই প্রস্তুতির অঙ্গ হিসাবেই গাজার উত্তরদিকে অভিযান চালানো হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার সকালে একটি ভিডিও প্রকাশ করে ইজরায়েলের প্রতিরক্ষা বিভাগ। সেখানে দেখা যাচ্ছে, ইজরায়েলের সীমানা পেরিয়ে গাজার ভূখণ্ডে ঢুকেছে প্রচুর ট্যাঙ্ক। এই ভিডিও টুইট করে ইজরায়েলের প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, “সংঘর্ষের পরবর্তী পর্যায়ের প্রস্তুতি হিসাবে গাজার উত্তরদিকে অভিযান চালিয়েছে ইজরায়েলের সেনা। ট্যাঙ্ক ও সেনাবাহিনী যৌথভাবে জঙ্গিদের ঘাঁটি ধ্বংস করা হয়েছে। তবে এই অভিযান শেষ করে এলাকা ছেড়ে ইজরায়েলে ফিরে এসেছে সেনা।”

[আরও পড়ুন: মাটির মানুষ! স্কুটি চেপেই স্ত্রীকে নিয়ে আজিমগঞ্জে ঠাকুর দেখলেন অরিজিৎ, ভাইরাল ভিডিও]

এই ভিডিও কবে তোলা হয়েছে বা গাজার কোন এলাকায় ইজরায়েলের সেনা অভিযান চালিয়েছে, তা জানা যায়নি। তবে সংবাদসংস্থা এপির সূত্রে খবর, ইজরায়েলের আস্কিলোন এলাকা থেকে সীমানা পেরিয়েছে ইজরায়েলি সেনাবাহিনী। আরও একটি ভিডিওতে দেখা গিয়েছে, ইজরায়েলের আক্রমণে বেশ কয়েকটি বাড়ি ধ্বংস হয়ে যাচ্ছে।

প্রসঙ্গত, এই ভিডিও প্রকাশের ঘণ্টাখানেক আগেই সরাসরি গাজার ভূখণ্ডে ঢুকে অভিযান চালানোর হুঁশিয়ারি দিয়েছিলেন নেতানিয়াহু। তিনি বলেন, পৃথিবী থেকে হামাসকে মুছে ফেলার জন্য গাজায় ঢোকার প্রস্তুতি নিচ্ছে ইজরায়েলের সেনা। যদিও অভিযানের সময় নিয়ে মুখ খোলেননি তিনি। এই মন্তব্যের কয়েক ঘণ্টা পরেই প্রকাশ্যে এসেছে সেনার এই ভিডিও।

[আরও পড়ুন: উৎসবেও রেহাই নেই! দাদুর সঙ্গে দশেরা অনুষ্ঠানে গিয়ে ‘ধর্ষিতা’ ৩ বছরের শিশুকন্যা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement