shono
Advertisement
Beirut

রক্তগঙ্গা লেবাননে! বেইরুটে ভয়াবহ হামলা ইজরায়েলের

এখনও পর্যন্ত ৪৪০ হেজবোল্লা জঙ্গি নিকেশ হয়েছে বলে দাবি।
Published By: Biswadip DeyPosted: 10:29 AM Oct 06, 2024Updated: 10:29 AM Oct 06, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইরানের মদতপুষ্ট জঙ্গি সংগঠন হেজবোল্লাকে টার্গেট করে রক্তগঙ্গা বইয়ে দিচ্ছে ইজরায়েল। তেল আভিভের মারে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে লেবাননের রাজধানী বেইরুট। শনিবার রাতেও ভয়াবহ হামলা হয়েছে বলে লেবাননের সংবাদমাধ্যমের তরফে দাবি করা হয়েছে। ইজরায়েলি সেনার তরফেও হানার কথা স্বীকার করে নেওয়া হয়েছে।

Advertisement

জানা গিয়েছে, দক্ষিণ বেইরুটে লাগাতার দুঘণ্টা ধরে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। দূর থেকে দৃশ্যমান আগুনের দাউদাউ শিখা ও মোটা কালো ধোঁয়া। পরে শব্দ থেমে গেলেও অন্তত এক ঘণ্টা রাতের আকাশ ভরে ছিল ধোঁয়া ও আগুনের ঝলকে। অন্তত আট জায়গায় হামলার কথা জানা গিয়েছে। এর মধ্যে রয়েছে দেশের প্রধান বিমানবন্দরের এলাকাও। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সির তরফে জানানো হয়েছে শনিবারের হামলা ছিল 'অত্যন্ত হিংস্র'।

কেবল আকাশপথেই নয়, লেবাননের স্থলপথেও চলছে হানা। সীমান্তবর্তী একটি গ্রামে ইজরায়েলি সেনা হামলা করেছে বলে জানা যাচ্ছে। গোটা হামলায় এখনও পর্যন্ত চারশোরও বেশি হেজবোল্লা জঙ্গির মৃত্যু হয়েছে বলে দাবি ইজরায়েলি সেনার। সেনার এক মুখপাত্রের দাবি, ''স্থলপথেও হামলা শুরুর পরে সেনা ৪৪০ জন জঙ্গিকে খতম করতে পেরেছে। এদের মধ্যে রয়েছে ৩০ জন কমান্ডারও।''

গত জুলাই মাস থেকে সংঘাত তীব্র হয় ইজরায়েল ও হেজবোল্লার মধ্যে। ইজরায়েল অধিকৃত গোলান মালভূমির এক ফুটবল স্টেডিয়ামে আছড়ে পড়ে জঙ্গি সংগঠনটির রকেট। হামলায় মৃত্যু হয় ১২ জনের। এই ঘটনাতেই আগুনে ঘৃতাহুতি পড়ে। ক্রমাগত হুঁশিয়ারি দেওয়ার পর সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় থেকে লেবাননে আক্রমণের ধার বাড়ায় ইজরায়েল। ২৭ সেপ্টেম্বর ইজরায়েলি সেনার অভিযানে নিকেশ হয় হেজবোল্লা প্রধান হাসান নাসরাল্লা। এর এক সপ্তাহের মধ্যে নাসরাল্লার তুতো ভাই তথা তার উত্তরসূরি হাশেম সফিউদ্দিনকে লক্ষ্য করেও লাগাতার ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেল আভিভ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ইরানের মদতপুষ্ট জঙ্গি সংগঠন হেজবোল্লাকে টার্গেট করে রক্তগঙ্গা বইয়ে দিচ্ছে ইজরায়েল।
  • তেল আভিভের মারে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে লেবাননের রাজধানী বেইরুট।
  • শনিবার রাতেও ভয়াবহ হামলা হয়েছে বলে লেবাননের সংবাদমাধ্যমের তরফে দাবি করা হয়েছে। ইজরায়েলি সেনার তরফেও হানার কথা স্বীকার করে নেওয়া হয়েছে।
Advertisement