shono
Advertisement

গাজার হাসপাতালে হামলা চালিয়েছে ইসলামিক জেহাদই! ‘প্রমাণ’ দিয়ে দাবি ইজরায়েলের

পাঁচশোর বেশি মানুষের মৃত্যুর ঘটনায় শিউরে উঠেছে বিশ্ব।
Posted: 11:11 AM Oct 18, 2023Updated: 11:11 AM Oct 18, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আকাশপথে হামলায় গাজার হাসপাতালে পাঁচশোর বেশি মানুষের মৃত্যুর ঘটনায় শিউরে উঠেছে বিশ্ব। নিহতদের অধিকাংশই মহিলা ও শিশু। এহেন পরিস্থিতিতে শুরু হওয়া সমালোচনার মুখে ইজরায়েল দাবি করল, তারা ওই হামলা করেনি। প্যালেস্টাইনের ইসলামিক জেহাদ জঙ্গি গোষ্ঠী রয়েছে এর পিছনে। নিজেদের দাবির সপক্ষে তারা পেশ করেছে রাডারের তোলা ছবিও।

Advertisement

ইজরায়েলি সেনা ছবিগুলি পেশ করে দাবি করেছে, যে সময়ে ওই হাসপাতালে ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে সেই সময় আকাশপথে তো বটেই, জমি কিংবা জলপথ কোনও দিক থেকেই হামলা চালায়নি তেল আভিভ। রাডারের তোলা ছবিগুলিতে দেখা গিয়েছে ওই সময়ই রকেট হামলা চলেছিল। সেপ্রসঙ্গে ইজরায়েলি সেনার দাবি, ওই হামলা চালিয়েছে ইসলামিক জেহাদ। তবে তাদেরও লক্ষ্য ছিল না হাসপাতাল। ক্ষেপণাস্ত্র ছুড়তে গিয়ে ব্যর্থ হয়েছিল জঙ্গি গোষ্ঠীটি। আর তাই সেটি গিয়ে আছড়ে পড়ে হাসপাতালে।

[আরও পড়ুন: গাজা ভূখণ্ডে বিমান হানায় বড় সাফল্য ইজরায়েলের, খতম শীর্ষ হামাস নেতা!]

প্রসঙ্গত, গাজার আল-আহলি আরব হাসপাতালে যুদ্ধে আহতরা চিকিৎসাধীন ছিলেন। গাজা (Gaza) প্রশাসনের দাবি, হামলায় ৫০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। হামাসের (Hamas) অভিযোগ, এই হামলা তেল আভিভের সেনাবাহিনীই চালিয়েছে। এবার সেই দাবি নাকচ করে পালটা দাবি করল ইজরায়েল।

দেখতে দেখতে ১০ দিন পেরিয়ে গিয়েছে হামাস-ইজরায়েল লড়াইয়ের। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪ হাজার। এই পরিস্থিতিতে হাসপাতালে এতজনের মর্মান্তিক মৃত্যু যেন নতুন করে পরিস্থিতির ভয়াবহতাকেই তুলে ধরল। বুধবার যুদ্ধবিধ্বস্ত ইজরায়েলে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি খতিয়ে দেখবেন যুদ্ধ পরিস্থিতি। হামাস হামলার বিরুদ্ধে যে ইজরায়েলের প্রতিরক্ষার সম্পূর্ণ অধিকার আছে সেই বিষয়ে বৈঠক করবেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে।

[আরও পড়ুন: আকাশপথে হামলা গাজার হাসপাতালে! মৃত ছাড়াল ৫০০]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement