shono
Advertisement

দেশ জুড়ে ইন্টারনেটের গতি বাড়াতে এই পদক্ষেপ নিল ISRO

হর ঘর ইন্টারনেট... The post দেশ জুড়ে ইন্টারনেটের গতি বাড়াতে এই পদক্ষেপ নিল ISRO appeared first on Sangbad Pratidin.
Posted: 10:19 AM May 21, 2017Updated: 04:49 AM May 21, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্কঃ ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যার নিরিখে আমেরিকাকেও পিছিয়ে ফেলে দিয়েছে ভারত৷ এখন চিনের পরই সবচেয়ে বেশি ইন্টারনেট ব্যবহারকারীর বাস এদেশেই৷ কিন্তু ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়লেও, বাড়েনি ইন্টারনেটের স্পিড৷ আমেরিকা বা চিনই শুধু নয়, এশিয়ার অনেক দেশেই যত দ্রুত ইন্টারনেট ব্যবহার করা যায়, এদেশে তা করা যায় না৷ তবে এবার সে অবস্থা পরিবর্তন ঘটতে চলেছে৷ ভারতেও মিলবে দ্রুত ইন্টারনেটের সুবিধা৷ সৌজন্যে ইসরো৷

Advertisement

[১৬ বছর জেলে কাটিয়ে মুক্তি পেলেন ‘নির্দোষ’ জম্মু-কাশ্মীরের যুবক]

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইসরোর চেয়ারম্যান কিরণ কুমার জানিয়েছেন, খুব তাড়াতাড়ি জিস্যাট ১৯, জিস্যাট ১১ ও জিস্যাট ২০ নামে তিনটি নতুন কমিউনিকেশন স্যাটেলাইট উৎক্ষেপণ করতে চলেছে ইসরো৷ এই স্যাটেলাইটগুলি অনেক উচ্চ-তরঙ্গযুক্ত সিগন্যাল পাঠাতে সক্ষম৷ যার জেরে ভারতে ইন্টারনেটের স্পিড যেমন বাড়বে, তেমনই ইন্টারনেটের মাধ্যমে আরও দ্রুত যোগাযোগ করাও সম্ভব হবে৷ জানা যাচ্ছে, এখন যে স্যাটেলাইটের মাধ্যমে ভারতে ইন্টারনেট পরিষেবা চলে, সেই স্যাটেলাইটগুলি একসঙ্গে বিস্তীর্ণ এলাকায় সিগন্যাল পাঠায়৷ কিন্তু উন্নত প্রযুক্তির নতুন স্যাটেলাইটগুলি ছোট ছোট এলাকায় বারবার উচ্চ-তরঙ্গযুক্ত সিগন্যাল পাঠাতে সক্ষম৷

[ছাড়া পেলেন সুদীপ, বিকেলেই কলকাতায় ফিরতে পারেন সাংসদ]

আমেদাবাদের স্পেস অ্যাপ্লিকেশন সেন্টারের ডিরেক্টর তপন মিশ্র জানিয়েছেন, নতুন এই স্যাটেলাইটগুলি চালু হয়ে গেলে, ভারতে ইন্টারনেট, ফোন ও ভিডিও পরিষেবার গুনগত মানও বাড়বে৷ জিস্যাট স্যাটেলাইট যেখানে প্রতি সেকেন্ডে ওয়ান গিগাবাইট ইন্টারনেট পরিষেবা দেয়, সেখানে নতুন জিস্যাট ১৯ স্যাটেলাইট প্রতি সেকেন্ড ৪ গিগাবাইট করে ইন্টারনেট পরিষেবা দেবে৷

ভারতে এখন ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা হু-হু করে বাড়ছে৷ চলতি বছরের জুনেই ভারতে ইন্টারনেট ব্যবহারীর সংখ্যা  ৪৫০  থেকে ৪৬৫ মিলিয়নে পৌঁছে যাবে বলে মনে করা হচ্ছে৷ কিন্তু ভারতে ইন্টারনেটে স্পিড গড়ে মাত্র ৪.১ এমবিপিএস৷ যেখানে চিনে ইন্টারনেট স্পিড গড়ে ৫.৭ এমবিপিএস৷ দক্ষিণ কোরিয়ায় ২৬.৩ এমবিপিএস, হংকং-এ ২০ এমবিপিএস৷

The post দেশ জুড়ে ইন্টারনেটের গতি বাড়াতে এই পদক্ষেপ নিল ISRO appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার