shono
Advertisement

সহকর্মীর সঙ্গে সহবাস করে ব্ল্যাকমেল, রাজারহাটে ধৃত আইটি কর্তা

ঘনিষ্ঠ মুহূর্তের বেশ কিছু ছবি দেখিয়ে... The post সহকর্মীর সঙ্গে সহবাস করে ব্ল্যাকমেল, রাজারহাটে ধৃত আইটি কর্তা appeared first on Sangbad Pratidin.
Posted: 12:03 PM Apr 07, 2017Updated: 06:49 PM Dec 18, 2019

স্টাফ রিপোর্টার, বিধাননগর: সহকর্মীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রায় তিন বছর ধরে সহবাস, ধর্ষণ ও ব্ল্যাকমেলিংয়ের অভিযোগে গ্রেপ্তার করা হল তথ্যপ্রযুক্তি সংস্থার ম্যানেজারকে৷ তরুণীর শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ম্যানেজারের ভাইকেও৷ ধৃত দু’জনেই ঝাড়খণ্ডের জামশেদপুরের বাসিন্দা৷ বৃহস্পতিবার রাতে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে নিউটাউন থানার পুলিশ৷

Advertisement

[দু’টো স্কুলের খরচ জোগান শহরের এই ট্যাক্সিচালক]

ধৃত আইটি কর্তার নাম অজিত সিং৷ অজিত রাজারহাটের একটি আইটি সংস্থার মানবসম্পদ উন্নয়ন বিভাগের ম্যানেজার৷ তার ভাইয়ের নাম অমরজিৎ সিং৷ অভিযোগকারী তরুণী ওই নামী তথ্যপ্রযুক্তি সংস্থাতেই চাকরি করতেন৷ ২৮ বছরের ওই তরুণীর বাড়ি নিউ বারাকপুর থানা এলাকায়৷ অজিত ও অমরজিতের আচরণে অতিষ্ঠ হয়েই কয়েকদিন আগে চাকরি ছাড়তে কার্যত তিনি বাধ্য হন বলে জানা গিয়েছে৷ অভিযোগ, বছর তিনেক ধরে তরুণীর সঙ্গে সহবাস করত বছর তিরিশের অজিত৷ দিনের পর দিন তাঁকে ভয় দেখিয়ে ধর্ষণও করা হয়৷ অশ্লীল ইঙ্গিত করত অমরজিৎও৷

[মহরমে অস্ত্র নিয়ে খেললে মুসলিমরা গ্রেপ্তার হবেন না কেন, সরব বিজয়বর্গীয়]

সম্প্রতি তরুণী বিয়ের জন্য চাপ দেন অজিতকে৷ এর পরই ব্ল্যাকমেলিং শুরু করে অজিত৷ ঘনিষ্ঠ মুহূর্তের বেশ কিছু ছবি দেখিয়ে ভয় দেখানো শুরু করে সে৷ চলে ব্ল্যাকমেলিং৷ উল্টে তরুণীকে ভয় দেখিয়ে তাঁর কাছ থেকে ফ্ল্যাট, বাড়ি-গাড়ি দাবি করতে থাকে৷ গতকালই নিউটাউন থানায় বিস্তারিত জানিয়ে অভিযোগ করেন তরুণী৷ এর পরেই রাতে নিউটাউনের ভাড়াবাড়ি থেকে দুই ভাইকে গ্রেপ্তার করে নিউটাউন থানার পুলিশ৷ শুক্রবার ধৃত দু’জনকে বারাসত আদালতে তোলা হয়েছে৷ অজিতের বিরুদ্ধে ধর্ষণ ও প্রতারণার মামলায় ধারা যুক্ত করা হচ্ছে বলে সূত্রে খবর৷

[দেশাত্মবোধক দৃশ্য বাদ দিলে পাকিস্তানে মুক্তি পাবে না ‘দঙ্গল’: আমির]

আগেও একইভাবে তারা কোনও মহিলাকে উত্যক্ত করেছিল কি না, তা জানার চেষ্টা করা হচ্ছে৷ জামশেদপুর পুলিশের সঙ্গেও যোগাযোগ রাখছে নিউটাউন থানার পুলিশ৷

The post সহকর্মীর সঙ্গে সহবাস করে ব্ল্যাকমেল, রাজারহাটে ধৃত আইটি কর্তা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement