সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাংবিধানিক পদে থেকে ভারতের অর্থনীতিকে ধ্বংস করার চেষ্টা চলছে। রাহুল গান্ধীকে নিশানা করে এই ভাষাতেই তোপ দাগলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়(Jagdeep Dhankhar)। সদ্য প্রকাশিত হিন্ডেনবার্গ রিপোর্টকে হাতিয়ার করে কেন্দ্র সরকারকে তোপ দেগেছিলেন লোকসভার বিরোধী দলনেতা। এবার সেই ইস্যুতে রাহুলকে কটাক্ষ করলেন উপরাষ্ট্রপতি।
হিন্ডেনবার্গের নয়া রিপোর্ট নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি আক্রমণ করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তিনি বলেন, আদানি গোষ্ঠী সম্পর্কে হিন্ডেনবার্গের নতুন রিপোর্টে স্পষ্ট, কেন জিপিসিতে ভয় পাচ্ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাহুলের মতে, হিন্ডেনবার্গের নয়া রিপোর্টে স্পষ্ট হয়ে গিয়েছে, কীভাবে সেবির মতো একটি সাংবিধানিক সংস্থার কার্যক্রম এবং কর্তব্যে আপোস করা হয়েছে।
[আরও পড়ুন: ১০ বছর পর বিধানসভা নির্বাচন কাশ্মীরে, হরিয়ানার ভোট নির্ঘণ্টও ঘোষণা করল কমিশন]
এবার রাহুলের ওই মন্তব্যের প্রেক্ষিতেই এবার সুর চড়িয়েছেন উপরাষ্ট্রপতি। শুক্রবার ন্যাশনাল ল ইউনিভার্সিটির একটি অনুষ্ঠানে গিয়ে তিনি বলেন, "সাংবিধানিক পদে থাকা এক ব্যক্তি ভারতীয় অর্থনীতিকে ধ্বংসের চেষ্টা করছেন। ভারতীয় অর্থনীতির বিরুদ্ধে যেভাবে অপপ্রচার চলছে সেটা অত্যন্ত উদ্বেগজনক।" আইনের পড়ুয়াদের কাছে ধনকড়ের আবেদন, এমন ব্যাপার মোটেই মেনে নেওয়া উচিত নয় কারোর।
হিন্ডেনবার্গের নয়া রিপোর্টে দাবি করা হয়েছে, যে সেবি আদানিদের ক্লিনচিট দিয়েছে, সেই সংস্থার প্রধানও আদানিদের থেকে সুবিধাপ্রাপ্ত। আদানি শিল্পগোষ্ঠীর বিদেশে সরানো টাকায় অংশীদারিত্ব ছিল শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থার প্রধানের। হিন্ডেনবার্গের রিপোর্টে দাবি করা হয় যে, গৌতম আদানির ভাই বিনোদ আদানির বিদেশে থাকা সংস্থায় অংশীদারিত্ব রয়েছে সেবি প্রধান এবং তাঁর স্বামীর। সেই অভিযোগ অবশ্য অস্বীকার করেছেন সেবির শীর্ষকর্তা মাধবী পুরী বুচ। এমকী আদানি গোষ্ঠীও এই অভিযোগ উড়িয়ে দাবি করেছে, সংস্থার সুনাম নষ্ট করতে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করা হচ্ছে।