সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লির কোচিং সেন্টারে জলে ডুবে তিন পরীক্ষার্থীর মৃত্যু ইস্যুতে উত্তপ্ত সংসদ। সোমবার এনিয়ে লোকসভা, রাজ্যসভায় আলোচনা শুরু হতেই ঘটনার তীব্র নিন্দা করে কোচিং সেন্টারগুলির কড় সমালোচনা শোনা গেল জগদীপ ধনকড়ের গলায়। তাঁর মন্তব্য, ''কোচিংয়ের নামে সব ব্যবসা চলছে। প্রতিদিন খবরের কাগজের প্রথম বা দ্বিতীয় পাতায় এসব কোচিং সেন্টারের বড় বড় বিজ্ঞাপন দেখা যায়।'' তিনি আরও জানান, বিষয়টি নিয়ে আলোচনার প্রস্তাব পেশ করেছিলেন সাংসদরা। তাই অধিবেশনের আগে ধনকড় (Jagdeep Dhankhar) সবকটি দলের সঙ্গে বৈঠকে বসেছিলেন। IAS হওয়ার যোগ্যতা প্রমাণে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার মাঝে তিন তিনটি তাজা প্রাণ ঝরে যাওয়ার ঘটনা নিয়ে রাজ্যসভায় আলোচনার প্রস্তাব দিয়েছিলেন আপ সাংসদ স্বাতী মালিওয়াল।
ঘটনা শনিবার রাতের। পশ্চিম দিল্লির (West Delhi) রাজেন্দ্র নগরে ‘রাও’স আইএএস স্টাডি সার্কল কোচিং সেন্টার’-এর বেসমেন্টে ছিল লাইব্রেরি। সেখানে পড়াশোনা করছিলেন কয়েকজন। এই কোচিং সেন্টারে সর্বভারতীয় পরীক্ষার জন্য প্রস্তুতি নেন সকলে। শনিবার সন্ধে থেকে টানা বৃষ্টি হওয়ায় বেসমেন্টে জল ঢুকতে শুরু করে। সেখানে কয়েকজন পড়ুয়া আটকে পড়েন। তড়িঘড়ি শুরু হয় উদ্ধারকাজ। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও (NDRF) উদ্ধারকাজে হাত লাগায়। দড়ি দিয়ে টেনে কিছু পড়ুয়াকে উদ্ধার করা হয়। কিন্তু তিনজনকে উদ্ধার করা যায়নি। প্রায় ৪ ঘণ্টা পর তাঁদের দেহ উদ্ধার হয়।
[আরও পড়ুন: একমাস ধরে প্রতিষ্ঠা দিবসের প্রস্তুতি, নতুন পোস্টার-গান প্রকাশ করবে TMCP]
এই ঘটনায় শোরগোল পড়ে যায়। সর্বভারতীয় পরীক্ষার প্রস্তুতি নিতে গিয়ে এভাবে মৃত্যুমুখে পড়ার ঘটনা কোচিং সেন্টারগুলির (Coaching Centre) নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেল। আর সেই প্রশ্ন আরও উসকে দিলেন রাজ্যসভার (Rajya Sabha)চেয়ারম্যান জগদীপ ধনকড়। তাঁর স্পষ্ট বক্তব্য, কাগজে এত বড় বড় বিজ্ঞাপন, কোচিংয়ের নামে ব্যবসা চলছে! এদিন লোকসভাতেও এনিয়ে বাকবিতণ্ডা শুরু হয়। কংগ্রেসের শশী থারুর থেকে সমাজবাদী পার্টির অখিলেশ যাদব - সকলেই সমালোচনা শুরু করেন।
[আরও পড়ুন: নীতি-বৈঠকে মমতার ‘অপমানে’ উত্তাল বিধানসভা, ওয়াকআউট বিজেপির]
এদিকে, এই ঘটনার পর দিল্লিতে বন্ধ করে দেওয়া হয়েছে ১৩টি বেআইনি কোচিং সেন্টার। দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের দাবি, ওল্ড রাজিন্দার নগরের ওই ১৩টি বেআইনি কোচিং সেন্টার নিয়মবিরুদ্ধভাবে চালানো হচ্ছিল। রবিবার রাতেই সেই কোচিং সেন্টারগুলোর দরজা সিল করে দেওয়া হয়েছে।