shono
Advertisement

সহকর্মীর শ্লীলতাহানি রুখতে গিয়ে দুষ্কৃতীদের মারে প্রাণ গেল সাংবাদিকের, চাঞ্চল্য জয়পুরে

মাত্র ২ বছরের কংগ্রেস শাসনে তলানিতে ঠেকেছে রাজস্থানের আইনশৃঙ্খলা, অভিযোগ বিজেপির।
Posted: 09:40 AM Dec 26, 2020Updated: 09:40 AM Dec 26, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেষরক্ষা হল না। বেশ কয়েকদিন হাসপাতালে যমে-মানুষে টানাটানির পর মৃত্যু হল রাজস্থানের তরুণ চিত্র সাংবাদিক অভিষেক সোনির (Abhisek Soni)। সপ্তাহ দুয়েক আগে নিজের মহিলা সহকর্মীর শ্লীলতাহানি রুখতে গিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হতে হয়েছিল ওই সাংবাদিককে। তারপর থেকেই তাঁর চিকিৎসা চলছিল।

Advertisement

জয়পুরের মান সরোবর থানার এক আধিকারিক জানিয়েছেন ঘটনার দিন রাত সাড়ে এগারোটা নাগাদ জয়পুরের (Jaipur) এক ধাবায় নৈশভোজ সেরে ফিরছিলেন দুই সাংবাদিক। সেসময় বাইকে এসে ৩ দুষ্কৃতী তাঁদের রাস্তা আটকায়। অভিষেকের মহিলা সহকর্মীর উদ্দেশে কটূক্তি করে তারা। প্রতিবাদ করেন অভিষেক। দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়। এরপর ওই দুষ্কৃতীরা ওই মহিলা সাংবাদিকের শ্লীলতাহানির চেষ্টা করলে শুরু হয় হাতাহাতি। দুষ্কৃতীদের মারে গুরুতর চোট পান অভিষেক সোনি নামের বছর সাতাশের ওই যুবক। যন্ত্রণায় কাতর হয়ে রাস্তার ধারে পড়ে থাকতে দেখা যায় তাঁকে। পরে স্থানীয় এক হাসপাতালে ভরতি করা হয় অভিষেককে। বুধবার রাতে সেখানেই মৃত্যু হয়েছে তাঁর।

[আরও পড়ুন: পদ পাইয়ে দিতে ঘুষ চাওয়ার অভিযোগ, স্মৃতি ইরানির বিরুদ্ধে মামলা আন্তর্জাতিক শ্যুটারের]

ঘটনার তদন্ত শুরু করেছে জয়পুর পুলিশ। সিসিটিভ ফুটেজ দেখে দুষ্কৃতীদের সনাক্ত করার চেষ্টা চলছে। পুলিশের দাবি, দ্রুত অপরাধীরা শাস্তি পাবে। তা সত্ত্বেও কংগ্রেস (Congress) শাসিত রাজস্থানের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছেই। জয়পুরের মতো শহরে প্রকাশ্যে দুষ্কৃতীদের তাণ্ডব নিয়ে সরকারকে তুলোধোনা করেছে বিজেপি। রাজস্থান প্রদেশ বিজেপির সভাপতি সতীশ পুণিয়ার (Satish Poonia) অভিযোগ, মাত্র ২ বছরের কংগ্রেস শাসনেই রাজ্যের আইন শৃঙ্খলা তলানিতে ঠেকেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement