shono
Advertisement

Breaking News

ভারতের হস্তক্ষেপে থামবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ! কী বললেন জয়শংকর?

দুবছর পেরিয়ে গিয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের।
Posted: 01:53 PM Mar 28, 2024Updated: 01:53 PM Mar 28, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুবছর পেরিয়ে গিয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের। কিন্তু এখনও কোনও রফাসূত্রে মেলেনি এই রক্তক্ষয়ী সংঘাতের। আক্রমণ পালটা আক্রমণ, হানাহানি, মৃত্যুমিছিল সব কিছুই অব্যাহত। আর দুদেশের এই লড়াই নিয়ে ভারতের অবস্থান আরও একবার স্পষ্ট করে দিলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। যুদ্ধের যে কোনও সমাধান হয় না সেকথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, দিল্লি চায় সংঘর্ষ থামিয়ে সমাধানের পথ খুঁজতে। 

Advertisement

দুদিনের মালেশিয়া সফরে গিয়েছেন জয়শংকর। সেখানে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় উঠে আসে ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ। এই লড়াইয়ে ভারতের অবস্থান নিয়ে তিনি বলেন, “যুদ্ধের কোনও সমাধান হয় না। যুদ্ধে কেউ জয়ী হয় না। রাশিয়া-ইউক্রেনের মধ্যে লড়াই শুরু হওয়ার পর আমরা দুপক্ষকেই বলেছিলাম, রণক্ষেত্রে তোমরা কিন্তু কোনও সমাধান সূত্র খুঁজে পাবে না। আমরা সব সময় এই যুদ্ধ থামানোর পথ খুঁজতে চেয়েছি। এখনওআমাদের অবস্থান একই রয়েছে। ভারত এমন একটা দেশ যার কাছে সুযোগ রয়েছে রাশিয়ার সঙ্গে কথা বলার। আর আমরা ইউক্রেন ইস্যু নিয়ে বিভিন্ন দিক দিয়ে তাদের সঙ্গে আলোচনা করেছি।”এই অনুষ্ঠানে হামাস-ইজরায়েল যুদ্ধ নিয়েও কথা বলেন বিদেশমন্ত্রী। তিনি জানান, দরকার পড়লে ইউক্রেন যুদ্ধের মতোই মধ্যপ্রাচ্যের লড়াই থামানো নিয়েও ভারত একই পদক্ষেপ করবে।

[আরও পড়ুন: কেজরি ইস্যুতে অনড় থেকে এবার কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ নিয়েও ‘খোঁচা’ আমেরিকার]

উল্লেখ্য, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই দুদেশকে বৈঠক ও আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের বার্তা দিচ্ছে ভারত। একাধিকবার দুদেশের রাষ্ট্রনেতাদের সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চলতি মাসেই ফের একবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলেন মোদি। ভার‍ত যেভাবে ইউক্রেনের জন্য মানবিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তার ভূয়সী প্রশংসা করেন জেলেনস্কি। আলাপ আলোচনার মাধ্যমে যেন দ্রুত যুদ্ধ মেটানো যায়, সেই নিয়েই কথা হয় তাঁদের মধ্যে। সূত্রের খবর, ফোনে কথা বলার সময় ভারতের প্রধানমন্ত্রীকে নিজেদের দেশে আমন্ত্রণ জানিয়েছেন পুতিন এবং জেলেনস্কি দুজনেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement