shono
Advertisement

থানায় বিজেপি কর্মীদের মাংস-ভাত কাণ্ডে এবার বদলি জলপাইগুড়ির পুলিশ সুপার

অভিষেক মোদির জায়গায় দায়িত্বে আসছেন প্রদীপকুমার যাদব। The post থানায় বিজেপি কর্মীদের মাংস-ভাত কাণ্ডে এবার বদলি জলপাইগুড়ির পুলিশ সুপার appeared first on Sangbad Pratidin.
Posted: 09:03 AM Jul 17, 2020Updated: 09:03 AM Jul 17, 2020

শান্তনু কর, জলপাইগুড়ি: থানায় বসিয়ে ধৃত বিজেপি নেতা-কর্মীদের মাংস-ভাত খাওয়ানোর ঘটনা। কোতোয়ালি থানার আইসি বদলির ২৪ ঘন্টার মধ্যে বদলি করা হল জেলা পুলিশ সুপার অভিষেক মোদিকে। তাঁর জায়গায় জলপাইগুড়ি জেলার পুলিশ সুপারের দায়িত্বে আসছেন কলকাতা পুলিশের ডিসি (দক্ষিণ শহরতলি) প্রদীপকুমার যাদব। পাশাপাশি বদলি হওয়া কোতোয়ালি থানার আইসি বিশ্বাশ্রয় সরকারের জায়গায় দায়িত্বে আসছেন দক্ষিণ দিনাজপুরের ডিআইবির ইনস্পেক্টর বিপুল সিনহা।

Advertisement

প্রসঙ্গত, সোমবার সকালে বাড়ির কিছুটা দূর থেকে উদ্ধার হয়েছিল হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের ঝুলন্ত দেহ। বিষয়টি প্রকাশ্যে আসার পরই বিজেপি অভিযোগ তোলে যে, পরিকল্পনামাফিক তৃণমূলের লোকেরা খুন করেছে ওই বিধায়ককে। তদন্তের দাবিতে সরব হন প্রত্যেকে। মঙ্গলবার উত্তরবঙ্গে বনধের ডাক দেয় বিজেপি। সেই মতো এদিন সকাল থেকেই বনধ সফল করতে রাস্তায় নামে গেরুয়া শিবিরের কর্মীরা। কোতোয়ালি থানার বিভিন্ন জায়গায় জোরপূর্বক দোকান বন্ধ করানোর অভিযোগ ওঠে তাঁদের বিরুদ্ধে।

[আরও পড়ুন: থানায় বসে মাংস-ভাতে ভূরিভোজ ধৃত বিজেপি কর্মীদের, ২৪ ঘণ্টার মধ্যে বদলি কোতোয়ালির আইসি]

পরিস্থিতি সামাল দিতে ময়দানে নামে কোতোয়ালি থানার পুলিশ। সেই সময়ই আটক করে থানায় নিয়ে যায় মহিলা-সহ বেশ কয়েকজন। সেখানে থাকাকালীন বিজেপি কর্মীরা পুলিশ আধিকারিকদের জানায় যে, তাঁদের খিদে পেয়েছে। ধৃতদের মধ্যাহ্নভোজের আবদার পাওয়া মাত্রই আয়োজন শুরু করে পুলিশ। কিছুক্ষণের মধ্যেই থানায় পৌঁছে যায় গরম ভাত-খাসির মাংস। বিজেপি কর্মীদের মাংস-ভাত খাওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শুরু হয় বিতর্ক। তারপরই পরপর দুই বদলি।

[আরও পড়ুন: জলপাইগুড়িতে খাসির মাংস-ভাতে থানায় ভূরিভোজ বনধ সমর্থনকারী বিজেপি কর্মীদের]

The post থানায় বিজেপি কর্মীদের মাংস-ভাত কাণ্ডে এবার বদলি জলপাইগুড়ির পুলিশ সুপার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement