সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বই হামলার মাস্টারমাইন্ড হাফিজ সইদকে গ্রেপ্তার করল পাক পুলিশ৷ সূত্রের খবর, পাক অধিকৃত পাঞ্জাবের গুজরানওয়ালা থেকে লাহোর যাওয়ার পথে গ্রেপ্তার করা হয়েছে তাকে৷ আপাতত জেল হেফাজতে পাঠানো হয়েছে তাকে৷
[ আরও পড়ুন: ভাঁড়ারে নেই অন্ন, আণবিক অস্ত্রভাণ্ডার বাড়িয়ে চলেছে ‘ক্ষুধার্ত’ পাকিস্তান]
মুম্বই হামলার মাস্টারমাইন্ড ছিল লস্করের এই শীর্ষ নেতা। মুম্বই হামলার পরেই তাকে কালো তালিকাভুক্ত করে রাষ্ট্রসংঘ। সেই থেকে আন্তর্জাতিক জঙ্গি হিসেবে পরিচিত হাফিজ। কিন্তু ২০১৭ সালে আইনজীবী মারফত এই তালিকা থেকে নাম সরিয়ে দেওয়ার আবেদন করেন হাফিজ। জঙ্গি নেতার এই আবেদনের বিরুদ্ধে জোরাল সওয়াল করে ভারত। হাফিজের সংগঠন জামাত-উদ-দাওয়ার বিরুদ্ধে যথেষ্ট প্রমাণও ভারত জমা দেয় রাষ্ট্রসংঘে। ভারতের পাশাপাশি, আমেরিকা, ইংল্যান্ড এবং ফ্রান্সের মতো বড় বড় দেশগুলি হাফিজের এই আবেদনের বিরোধিতা করে। তাৎপর্যপূর্ণভাবে পাকিস্তান হাফিজের এই আবেদনের বিরোধিতা করেনি। কিন্তু, ভারতের দেওয়া অকাট্য প্রমাণ এবং আন্তর্জাতিক মহলের চাপে হাফিজকে কালো তালিকাতে রাখতে বাধ্য হল রাষ্ট্রসংঘকে।
বুধবার সকালে পাক অধিকৃত পাঞ্জাবের গুজকানওয়ালা থেকে লাহোর যাওয়ার পথে গ্রেপ্তার করা হয় আন্তর্জাতিক জঙ্গি হিসেবে পরিচিত হাফিজ৷ আপাতত জেল হেফাজতেই পাঠানো হয়েছে তাকে৷ তবে প্রথম দিকে হাফিজ সইদের পাশে থাকার চেষ্টা করেছিল পাকিস্তান৷ আন্তর্জাতিক মহলের দাবি, গ্রেপ্তারির মাধ্যমে স্পষ্ট যে কূটনৈতিক চাপের কাছে মাথানত করেছে ইমরান সরকার৷
The post ২৬/১১ জঙ্গি হামলার মাস্টার মাইন্ড হাফিজ সইদকে গ্রেপ্তার করল পাক পুলিশ appeared first on Sangbad Pratidin.